ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। আর সেই সূত্র ধরেই এ বার দ্বিতীয় দফার বক্তৃতামালার আয়োজন করেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষক সংগঠন। দ্বিতীয় পর্বের এই প্রেজেন্টেশনের বিষয়— ‘আজাদি: স্বাধীনতার বিভিন্ন অর্থ’।
আফজল গুরুর পক্ষে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। দেশদ্রোহের অভিযোগে জেলে যান আরও দুই ছাত্র উমর খলিদ এবং অনির্বাণ ভট্টাচার্য। তবে অন্তর্বর্তী জামিন পেয়ে ক্যাম্পাসে ফিরেই ফের সরকারের বিরুদ্ধে নতুন করে সুর চড়ান কানহাইয়া। তাঁর সে রাতের বক্তৃতা ‘আজাদি অ্যানথেম’ নামে ছড়িয়ে পড়েছে টিভি চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার আনাচেকানাচে। বার বার এই ‘আজাদি’র প্রসঙ্গ তুলে এনে কানহাইয়া তাঁর বক্তৃতায় বলেছিলেন, দেশ থেকে নয়, বরং দেশের মধ্যেই আজাদি চান তাঁরা। স্বাধীনতা চান শোষণ থেকে, অনাচার থেকে।
কানহাইয়ার গ্রেফতারির পর পরই জাতীয়তাবাদ নিয়ে টানা বক্তৃতামালার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জেএনইউটিএ (জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশন)। তার এ বার দ্বিতীয় দফার বক্তৃতা হবে স্বাধীনতার নানা মুখ এবং মানে নিয়ে। জেএনইউএসটিএ-র সভাপতি অজয় পট্টনায়কের কথায়, ‘‘এক মাসের জাতীয়তাবাদ নিয়ে বক্তৃতা শেষ হয়েছে। ক্যাম্পাসে ফিরে এসেছে আমাদের তিন কমরেডও। এ বার আমরা দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত হচ্ছি।’’ ২১ মার্চ থেকে থেকে শুরু হচ্ছে আজাদি-অধ্যায়।