Advertisement
০৫ মে ২০২৪

কাল থেকে ফের পুরনো নিয়মেই ভর্তুকির গ্যাস

একেই বোধ হয় বলে কেঁচে গণ্ডুষ। আগামী কাল, শনিবার থেকে রান্নার গ্যাসের সব গ্রাহকই ফের পুরানো প্রথাতেই ভর্তুকির সিলিন্ডার পাবেন। অর্থাৎ, যে সব গ্রাহক আধার নম্বরের ভিত্তিতে এত দিন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাচ্ছিলেন, আপাতত তা বন্ধ থাকছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৪ ০৯:৫৯
Share: Save:

একেই বোধ হয় বলে কেঁচে গণ্ডুষ।

আগামী কাল, শনিবার থেকে রান্নার গ্যাসের সব গ্রাহকই ফের পুরানো প্রথাতেই ভর্তুকির সিলিন্ডার পাবেন। অর্থাৎ, যে সব গ্রাহক আধার নম্বরের ভিত্তিতে এত দিন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাচ্ছিলেন, আপাতত তা বন্ধ থাকছে। তাঁরাও অন্যদের মতো (যাঁরা আধার নম্বর তেল সংস্থা বা ব্যাঙ্কের কাছে জমা দেননি) ভর্তুকির দামেই (কলকাতায় যা ৪১৬ টাকা) প্রাপ্য সিলিন্ডার পাবেন। তাঁদের আর সেটি বাজারদরে (কলকাতায় এখন যা ১১১৮ টাকা) কিনে পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুুকির টাকা জমা পড়ার জন্য অপেক্ষা করতে হবে না।

এই পরিবর্তনের কারণ কি? মনে করা হচ্ছে, এ ক্ষেত্রেও অর্থনীতির চেয়ে প্রাধান্য পেল ভোটের রাজনীতিই। ভর্তুকির সিলিন্ডারের অপব্যবহার রোখার পাশাপাশি সঠিক প্রাপকের কাছে ভর্তুকির টাকা পৌঁছে দিতে গত বছরে পর্যায়ক্রমে কয়েক’শ জেলায় আধার নম্বরের ভিত্তিতে ভর্তুকির টাকা বণ্টন শুরু করেছিল কেন্দ্র। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত থেকে সাময়িক পিছু হঠার সিদ্ধান্তে ভর্তুকির সিলিন্ডারের অপব্যবহার রোধের চেষ্টাটাই ধাক্কা খাবে। কারণ ভর্তুকির সিলিন্ডার নয়ছয় করা বা অন্য কাজে লাগানোর অভিযোগ হামেশাই ওঠে। সে সব কিছুটা বন্ধ হওয়ায় তেল সংস্থারগুলিরও আর্থিক সরাহা হচ্ছিল।

পশ্চিমবঙ্গেও সাতটি জেলায় আধার প্রকল্প চালু হয়েছিল। তিনটি তেল সংস্থা মিলিয়ে এ রাজ্যে এ ধরনের গ্রাহকের সংখ্যা প্রায় ৪ লক্ষ ৮২ হাজার, গোটা দেশে ৩ কোটির কাছাকাছি। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে গ্রাহক মহলে নানা অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ সরকারও এর বিরোধিতা করে। এর পরেই কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, দেশের বাকি জেলাগুলিতে এখনই তা বাধ্যতামূলক করা হচ্ছে না। তবে কোনও গ্রাহক চাইলে তেল সংস্থা ও ব্যাঙ্ককে আধার নম্বর জানিয়ে সরাসরি নিজের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পেতে পারেন। গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

তবে তেল সংস্থাগুলি আধার প্রকল্পের মাধ্যমে যে সব গ্রাহকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ভর্তুকির টাকা পৌঁছে দিচ্ছিল, তাঁদের ক্ষেত্রে সেই ব্যবস্থা এত দিন চালু ছিল। যদিও এ ভাবে প্রাপ্য ভর্তুকির টাকা পেতে অনেক সময়েই কিছু গ্রাহককে হয়রানির মুখে পড়তে হচ্ছিল। সম্প্রতি দু’দিনের ব্যাঙ্ক ধমর্ঘটের জেরে বহু গ্রাহক নির্ধারিত সময়ের অনেক পরে ভর্তুকির টাকা পেয়েছেন। যাঁরা আধার নম্বর দিয়ে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদের কেন নিয়ম মানার মাসুল দিতে হবে, সে প্রশ্নও উঠছিল।

এই পরিস্থিতিতে আধার নম্বর দিয়ে ভর্তুকি পাওয়ার গোটা প্রক্রিয়াটাই সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু সব গ্রাহককেই ফের পুরনো পদ্ধতিতে ফেরানোর সঙ্গে প্রযুক্তিগত বিষয়টি জড়িত, এই যুক্তি দেখিয়ে বাড়তি সময় চেয়েছিল তেল সংস্থাগুলি। বৃহস্পতিবার তেল সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার পর্যন্ত আধার নথিভুক্ত যে সব গ্রাহক ভর্তুকির সিলিন্ডার বাজারদরে কিনবেন, সেই ভর্তুকির টাকা চালু নিয়মে তাঁদের অ্যাকাউন্টেই পাঠানো হবে। কিন্তু শনিবার থেকে আধার নথিভুক্ত গ্রাহকও প্রাপ্য ভর্তুকির সিলিন্ডার পাবেন পুরানো নিয়মেই, ৪১৬ টাকায়। সংশ্লিষ্ট সূত্রের খবর, আজ দুপুর থেকেই এ জন্য প্রযুক্তিগত কাজকর্ম শুরু হবে। রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা তেল সংস্থাগুলির।

তবে যাঁরা আধার নথিভুক্ত করেছেন বা নথিভুক্ত করেননি, অর্থাৎ সব গ্রাহকের ক্ষেত্রেই ভর্তুকির সিলিন্ডারের কোটা (আগামী ৩১ মার্চ পর্যন্ত চলতি অর্থ বর্ষের হিসেবে যা ১১টি) শেষ হয়ে যাওয়ার পরে ১১১৮ টাকা দরেই কিনতে হবে নতুন সিলিন্ডার।

তেল সংস্থাগুলি শনিবার থেকেই সকলের জন্য পুরানো নিয়ম চালুর কথা বললেও তা কত দূর সম্ভব হবে তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। আধার নথিভুক্ত যে সব গ্রাহক এর মধ্যে ভর্তুকির সিলিন্ডার ‘বুক’ করেছেন, আজকের মধ্যে তাঁরা না পেলে তা সোমবারের আগে পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন অল

ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক বিজনবিহারী বিশ্বাস। তাঁর বক্তব্য, প্রযুক্তিগত পরিবর্তনের কাজ সম্পূর্ণ না হলে আধার নথিভুক্ত গ্রাহকদের ভর্তুকির সিলিন্ডার দেওয়ার সময় দামের বিভ্রাট তৈরির আশঙ্কা রয়েছে। সে জন্যই, যাঁরা আধার নথিভুক্ত করেননি তাঁদের ভর্তুকির সিলিন্ডার দেওয়ার প্রক্রিয়া অগ্রাধিকার পাবে। তার পরে আধার নথিভুক্ত গ্রাহকদের সিলিন্ডার সরবরাহ করবেন ডিস্ট্রিবিউটররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gas subsidy cylinder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE