Advertisement
০৪ মে ২০২৪

ভারত থেকে ৩.৭ কোটি পেনকিলার যাচ্ছিল আইএস ডেরায়, আটকাল ইতালি

ভারতে তৈরি প্রায় ৩ কোটি ৭০ লক্ষ পেনকিলার বাজেয়াপ্ত করল ইতালি পুলিশ। সম্প্রতি ইতালির লিগুরিয়ার জেনোয়া বন্দর থেকে ওই বিপুল পরিমাণে ওষুধ আটক করা হয়েছে।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৫:৫৮
Share: Save:

ভারতে তৈরি প্রায় ৩ কোটি ৭০ লক্ষ পেনকিলার বাজেয়াপ্ত করল ইতালি পুলিশ। সম্প্রতি ইতালির লিগুরিয়ার জেনোয়া বন্দর থেকে ওই বিপুল পরিমাণে ওষুধ আটক করা হয়েছে। সিন্থেটিক ওপিয়ড ধরনের ওই ট্রামাডোল পেনকিলার আইএস জঙ্গিদের জন্য পাঠানো হচ্ছিল বলে দাবি করেছে ইতালির পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লিবিয়ার আইএস জঙ্গিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিপুল পরিমাণ ড্রাগ। শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে এই পেনকিলার ব্যবহার করা হয়। বাজেয়াপ্ত ওই ওষুধের দাম আনুমানিক ৭ কোটি ৫০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ওষুধ বোঝাই তিনটি প্যাকেটের লেবেলেই কম্বল এবং শ্যাম্পুর ট্যাগ ছিল। ইতালির পুলিশ জানিয়েছে, ওই প্যাকেটগুলি লিবিয়ার মিসরাতা এবং তবরুকে নিয়ে যাওয়ার জন্য একটি পণ্যবাহী জাহাজে তোলা হচ্ছিল।

আরও পড়ুন: আইএসের আফগান প্রধান আব্দুল হাসিব খতম

ইতালীয় তদন্তকারী সংস্থার দাবি, ভারতীয় সংস্থার কাছ থেকে দুবাইয়ের এক ব্যবসায়ী আড়াই লক্ষ ডলারে ওষুধগুলি কিনেছিল। কিন্তু ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়ার পথেই উধাও হয়ে যায় ওই ওষুধের প্যাকেটগুলি।

গত বছর গ্রিসের পিরায়েস বন্দর থেকেও ২ কোটি ৬০ লক্ষ ডলারের ভারতীয় কোম্পানির তৈরি ট্রামাডোল ট্যাবলেট উদ্ধার হয়েছিল। সেগুলিও আইএস-এর কাছে পাঠানো হচ্ছিল বলে জানা গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISIS Painkiller Italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE