Advertisement
০৮ মে ২০২৪

এই সব ট্রেনের গতির কাছে গতিমান-ট্যালগোরা নস্যি

রেল নিয়ে দু-এক কলম লিখতে গেলে ভারতের নাম আসবেই। কারণ এই দেশেই রয়েছে এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক। বিশ্বের সবচেয়ে বেশি কর্মচারি নিযুক্ত সংস্থা হিসাবে সপ্তম স্থানে রয়েছে ভারতীয় রেল। এমন কী ইংরেজ আমলে তৈরি এই ভারতীয় রেল আয়তন-ব্যাপ্তিতে বিশ্বের যে কোনও রেলকে টেক্কা দিতে পারে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ১১:১২
Share: Save:
০১ ০৮
চিনের অন্যতম গতিশীল বুলেট ট্রেন সিআরএইচ৩৮০বি চালু হয় এ বছরে ৩ অগস্ট। ঘণ্টায় ৩৮০ কিলোমিটার বেগে ছুটবে।

চিনের অন্যতম গতিশীল বুলেট ট্রেন সিআরএইচ৩৮০বি চালু হয় এ বছরে ৩ অগস্ট। ঘণ্টায় ৩৮০ কিলোমিটার বেগে ছুটবে।

০২ ০৮
ঝেংঝৌ সুঝৌ হাই স্পিড ট্র্যাক লাইনে এই বুলেট ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

ঝেংঝৌ সুঝৌ হাই স্পিড ট্র্যাক লাইনে এই বুলেট ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

০৩ ০৮
পরীক্ষামূলক ভাবে চালানোর সময় এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৪০০ কিলোমিটার।

পরীক্ষামূলক ভাবে চালানোর সময় এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৪০০ কিলোমিটার।

০৪ ০৮
সিমেনস ভেলারো হাই স্পিড ট্রেন সিআরএইচ৩ গ্রুপের অন্তর্গত এই বুলেট ট্রেন।

সিমেনস ভেলারো হাই স্পিড ট্রেন সিআরএইচ৩ গ্রুপের অন্তর্গত এই বুলেট ট্রেন।

০৫ ০৮
সিআরএইচ৩৮০বি বুলেট ট্রেন চিনের ২০ শহরের উপর দিয়ে যাবে।

সিআরএইচ৩৮০বি বুলেট ট্রেন চিনের ২০ শহরের উপর দিয়ে যাবে।

০৬ ০৮
সাংগাই মাগলেভ-এর গতি ঘণ্টায় ৪৩১ কিলোমিটার হলেও সানসির বিভিন্ন সংবাদপত্রে সিআরএইচ৩৮০বি কে বিশ্বের সবচেয়ে গতিশীল বলে দাবি করছে।

সাংগাই মাগলেভ-এর গতি ঘণ্টায় ৪৩১ কিলোমিটার হলেও সানসির বিভিন্ন সংবাদপত্রে সিআরএইচ৩৮০বি কে বিশ্বের সবচেয়ে গতিশীল বলে দাবি করছে।

০৭ ০৮
‘ডলফিন টাইপ’ ডিজাইনে তৈরি বুলেট ট্রেনটি। 

‘ডলফিন টাইপ’ ডিজাইনে তৈরি বুলেট ট্রেনটি। 

০৮ ০৮
সিআএই৩ গ্রুপের এর আগের মডেল সিআরএইচ৩৮০এ ছিল সবচেয়ে গতিশীল ট্রেন দাবি সানসি রেলওয়ের।

সিআএই৩ গ্রুপের এর আগের মডেল সিআরএইচ৩৮০এ ছিল সবচেয়ে গতিশীল ট্রেন দাবি সানসি রেলওয়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE