Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Mahinda Rajapaksa

শ্রীলঙ্কায় বড় জয়ের পথে রাজাপক্ষে

আজ শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনের ভোটগণনার শুরু থেকেই বিরোধীদের বহু পিছনে পেলে এগিয়ে যায় এসএলপিপি।

মাহিন্দা রাজাপক্ষে।—ছবি এএফপি।

মাহিন্দা রাজাপক্ষে।—ছবি এএফপি।

সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ০২:৩৫
Share: Save:

শক্তি বাড়িয়ে জাতীয় রাজনীতিতে ফিরছেন মাহিন্দা রাজাপক্ষে। তাঁর শ্রীলঙ্কা পিপলস পার্টি (এসএলপিপি) বিপুল ব্যবধানে ভোটে জিতে ফের ক্ষমতায় বসতে চলেছে। প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে ভোটের ফল স্পষ্ট হতেই অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাহিন্দার ভাই তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জানিয়েছেন, এই জয় ঐতিহাসিক।

আজ শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনের ভোটগণনার শুরু থেকেই বিরোধীদের বহু পিছনে পেলে এগিয়ে যায় এসএলপিপি। রাতের দিকে দলের তরফে জানানো হয়েছে, ২২৫ সদস্যের পার্লামেন্টে নিছক জয় নয়, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরা শুধুই সময়ের অপেক্ষা। দলীয় সূত্রের খবর, ক্ষমতায় ফিরলে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে বসবেন প্রধানমন্ত্রীর মসনদে। প্রেসিডেন্ট গোতাবায়া জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হল শ্রীলঙ্কায়। এই সিদ্ধান্তে অতিমারি পরিস্থিতিতে আত্মবিশ্বাস ফিরে পাবেন সাধারণ মানুষ। করোনা নিয়ন্ত্রণে, এই বার্তাই পৌঁছবে সকলের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahinda Rajapaksa Sri Lanka Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE