Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জঙ্গি উপদ্রব বরদাস্ত করব না: ইমরান

প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম জনসভায় ইমরান খান ফের দাবি করলেন, পাকিস্তানের মাটি থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না।

ইমরান। ফাইল চিত্র।

ইমরান। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০১:২০
Share: Save:

প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম জনসভায় ইমরান খান ফের দাবি করলেন, পাকিস্তানের মাটি থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না। আজ সিন্ধুপ্রদেশের থর জেলায় এক জনসভায় তিনি বলেন, ‘‘পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্না সব জাতি ও ধর্মের মানুষকে রক্ষার কথা বলতেন। আমাদের সরকারও সংখ্যালঘুদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না।’’

এ দিনই সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং বিদেশ সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান অ্যামি বেরা। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অ্যামি ক্যালিফর্নিয়া থেকে এই নিয়ে চার বার কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জইশ ই মহম্মদ নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি

তালিকাভুক্ত করতে চিনের সহযোগিতা চেয়েছেন তিনি। শুক্রবার একটি সংবাদপত্রে

প্রকাশিত নিবন্ধে অ্যামি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম উল্লেখ করে লিখেছেন, ‘‘পাকিস্তান সন্ত্রাস দমন অভিযান শুরু করলে মার্কিন কংগ্রেস তাদের পাশে থাকবে। এতে পাক অর্থনীতির হাল ফিরবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE