Advertisement
০৪ মে ২০২৪

শিশুকন্যার যৌন নিগ্রহ মর্মান্তিক: রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের মুখপাত্রের কাছে ভারত ও পাকিস্তানের শিশুকন্যাদের উপরে সাম্প্রতিক দু’টি ভয়ঙ্কর নিগ্রহের প্রসঙ্গ তুলেছিলেন এক সাংবাদিক।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩১
Share: Save:

শিশুকন্যার উপরে যৌন নির্যাতনের ঘটনা ‘মর্মান্তিক’ এবং ভারত ও পাকিস্তানের মতো দেশে মেয়েদের উপরে এ ধরনের নির্মম হিংসা সব দেশেই প্রভাব ফেলে— সম্প্রতি এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক।

রাষ্ট্রপুঞ্জের মুখপাত্রের কাছে ভারত ও পাকিস্তানের শিশুকন্যাদের উপরে সাম্প্রতিক দু’টি ভয়ঙ্কর নিগ্রহের প্রসঙ্গ তুলেছিলেন এক সাংবাদিক। প্রশ্ন করেছিলেন, এই হিংসা বন্ধ করতে রাষ্ট্রপুঞ্জের কী পরামর্শ? দুজারিক জানান, মহিলা এবং শিশুকন্যাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে বার্তা দিতে রাষ্ট্রপুঞ্জ এবং তার বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট সরকারের সঙ্গে আলোচনা করে চলেছে। তার পরেই তিনি বলেন, ‘‘যে দু’টি ঘটনার কথা আপনি বললেন, তা হৃদয়বিদারক। কিন্তু এটাও ঠিক যে এই গ্রহের কোনও দেশ মহিলা ও শিশুকন্যার উপরে হিংসা থেকে মুক্ত নয়।’’ গত রবিবার নয়াদিল্লিতে মাত্র আট মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার ২৮ বছরের সম্পর্কিত দাদার বিরুদ্ধে। পাকিস্তানের কসুরে গত মাসে সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। দু’টি ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে দুই দেশে। দুজারিক সব শুনে বলেন, ‘‘বেশ কিছু প্রকল্পের মাধ্যমে সমস্যাগুলির মুখোমুখি হওয়ার চেষ্টা করছে রাষ্ট্রপুঞ্জ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sex abuse Girl Child UN
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE