Advertisement
০৮ মে ২০২৪
Siri

অ্যাপলের ‘সিরি’র গলা নকল করে জনপ্রিয় হলেন এই মহিলা

সিরির গলা নকল করা এই ভিডিয়ো যে নেটিজেনদের মনে ধরেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সিরি গলা নকল করা ওই মহিলা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

সিরি গলা নকল করা ওই মহিলা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ২২:২৮
Share: Save:

অ্যাপলের ভয়েস অ্যাসিট্যান্ট ‘সিরি’র আওয়াজ নকল করে রাতারাতি বিখ্যাত হলেন এক মহিলা। ভয়েসের মাধ্যমে সহায়তা করার সময় এক বিশেষ ভঙ্গিতে কথা বলে ‘সিরি’। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলা যে ভাবে কথা বলছেন তা সিরির বলার ভঙ্গির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।

সিরির গলা নকল করা এই ভিডিয়ো যে নেটিজেনদের মনে ধরেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পোস্ট করার কয়েকদিনের মধ্যেই প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মানুষ দেখেছেন এটি। ভিডিয়োটি রিটুইট করেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ।

আমেরিকার বাল্টিমোরের এক মহিলা ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গত রাত্রে সিরির মানুষ ভার্সনের উপর দেখা হয়েছিল।’

আরও পড়ুন: ভাগ্যের জোরে ট্রেন দুর্ঘটনার হাত থেকে বাঁচলো পুলিশের গাড়ি

সিরির গলা নকল করে জনপ্রিয় ওই মহিলা জানিয়েছেন, ‘আমার কণ্ঠস্বর চিরকালই খুব ভাল। তাই কোনও স্বর নকল আমি খুব স্বাভাবিক ভাবেই করতে পারি।’

আরও পড়ুন: হঠাত্ উজ্জ্বল আলোয় ভেসে গেল নিউইয়র্কের রাতের আকাশ

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siri Apple siri impression Siri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE