Advertisement
১৬ জুন ২০২৪
Sports News

শেষ পর্যন্ত আইপিএলে দল পেলেন ইশান্ত শর্মা

তিনিই ছিলেন আইপিএল নিলামের সব থেকে দামী ক্রিকেটার। কিন্তু নিলামে কোনও দলই তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত শিকে ছিড়ল ভারতের ফার্স্ট বোলার ইশান্ত শর্মার। দল পেলেন তিনি। তাঁরই জাতীয় দলের সতীর্থ মুরলী বিজয়ের চোট সেই জায়গায় ইশান্ত কে দলে নিল কিংস একাদশ প়ঞ্জাব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৯:১৫
Share: Save:

তিনিই ছিলেন আইপিএল নিলামের সব থেকে দামী ক্রিকেটার। কিন্তু নিলামে কোনও দলই তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত শিকে ছিড়ল ভারতের ফার্স্ট বোলার ইশান্ত শর্মার। দল পেলেন তিনি। তাঁরই জাতীয় দলের সতীর্থ মুরলী বিজয়ের চোট সেই জায়গায় ইশান্ত কে দলে নিল কিংস একাদশ প়ঞ্জাব। গত বছর ছিলেন পুণে সুপার জায়ান্টসে। এ বার তাঁকে রিলিজ করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

আরও খবর: বড় ধাক্কা বেঙ্গালুরু শিবিরে, খেলতে পারবেন না সরফরাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ডান হাতের কব্জিতে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু সেই চোট নিয়েই খেলে গিয়েছেন। অনেকটাই বেড়ে গিয়েছে সেই চোট। তাঁর হাতে অস্ত্রোপচার হবে। তার পর রি-হ্যাব করে ফিরতে ফিরতে দশম আইপিএল শেষ হয়ে যাবে। যে কারণে ডেকে নেওয়া হল ইশান্তকে। পুণের হয়ে ইশান্ত গত বছর মাত্র চারটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন। যে খানে তিনটি উইকেটই নিতে পেড়েছিলেন তিনি। গড় ৯.৮৬। ইশান্তের বেস প্রাইজ ছিল দু’কোটি। যদিও এই পঞ্জাব দলে ইশান্তকে লড়তে হবে অনেকের সঙ্গেই। সেই তালিকায় রয়েছেন সন্দীপ শর্মা, টি নটরাজন, অনুরিত সিংহ, বরুণ অ্যারণ, মোহিত শর্মা ও ম্যাট হেনরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ishant Sharma Murli Vijay IPL 2017 IPL 10
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE