আই লিগের বাকি ম্যাচগুলো কোচ ছাড়াই খেলতে হবে মোহনবাগানকে! ফিরতি ডার্বিতেও বেঞ্চে বা সাইডলাইনে সঞ্জয় সেন-কে পাবেন না সনি নর্ডি, দেবজিৎ মজুমদাররা।
ফেডারেশনের বিরুদ্ধে আই লিগ সূচি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় আট ম্যাচ নির্বাসিত করা হল বাগান কোচ সঞ্জয়কে। সঙ্গে দশ লাখ টাকা জরিমানা। বৃহস্পতিবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। মোহনবাগান স্বভাবতই সঞ্জয়ের শাস্তি কমানোর অনুরোধ জানিয়ে পাল্টা চিঠি দেবে বলে ভাবা শুরু করে দিয়েছে। সহ-সচিব সৃঞ্জয় বসু এ দিনই বললেন, ‘‘এখনও হাতে চিঠি পাইনি। ফেডারেশন কী বলছে আগে দেখি। তার পর সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর শাস্তি কমানোর আবেদন করাটাই তো এ রকম সময় স্বাভাবিক।’’
এ ক্ষেত্রে তিন দিনের মধ্যে ফেডারেশনের ‘অ্যাপিল’ কমিটির কাছে চিঠি দিতে হবে বাগান কর্তাদের। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘অ্যাপিল কমিটির কাছে ওরা আবেদন করতেই পারে। সে ক্ষেত্রে অ্যাপিল কমিটি পুরো বিষয় খতিয়ে দেখবে। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি অ্যাপিল কমিটির সদস্যরা মনে করেন, শাস্তি কমানো যেতে পারে, বিবেচনা করবেন।’’