Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিকিরণ কম, তাই বিপদও কম নতুন ক্যাথল্যাবে

এ বার থেকে অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করালে রোগীর শরীরে আর বেশি মাত্রার বিকিরণ ঢুকবে না। এই দূষণমুক্ত প্রযুক্তির একটি নতুন ক্যাথল্যাব চালু হলো দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালের সপ্তম বর্ষপূর্তির দিনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে ওই নতুন প্রজন্মের ক্যাথল্যাবটি যাত্রা শুরু করল।

অসুস্থ শিশুকে ফুল দিয়ে শুভকামনা প্রসেনজিতের। দুর্গাপুরের মিশন হাসপাতালে বিকাশ মশানের ছবি।

অসুস্থ শিশুকে ফুল দিয়ে শুভকামনা প্রসেনজিতের। দুর্গাপুরের মিশন হাসপাতালে বিকাশ মশানের ছবি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:০৯
Share: Save:

এ বার থেকে অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করালে রোগীর শরীরে আর বেশি মাত্রার বিকিরণ ঢুকবে না। এই দূষণমুক্ত প্রযুক্তির একটি নতুন ক্যাথল্যাব চালু হলো দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালের সপ্তম বর্ষপূর্তির দিনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে ওই নতুন প্রজন্মের ক্যাথল্যাবটি যাত্রা শুরু করল।

হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু বলেন, ‘‘আমাদের হাসপাতাল বরাবরই দূষণমুক্ত এবং উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করছে। অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এ বার আমরা ব্যবহার করব ‘অ্যালুরা ক্ল্যারিটি’ ক্যাথল্যাব।’’

নতুন এই প্রযুক্তির সুবিধেটা কী?

সত্যজিৎবাবু বলেন, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং অ্যাঞ্জিওগ্রাম করার সময়ে যে প্রযুক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বত্র ব্যবহার করা হয় তাতে যাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে, যে চিকিৎসক অ্যাঞ্জিওপ্লাস্টি করছেন এবং যে সব অচিকিৎসক কর্মী সেখানে থাকছেন প্রত্যেকের শরীরে অল্পবিস্তর বিকিরণ ঢুকে পড়ত। বিকিরণ কমাতে গেলে হৃদ্‌পিণ্ড ও রক্তনালীর ছবি অস্পষ্ট হয়ে যেত। ফলে সঠিক ভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যেত না। অর্থাৎ বিকিরণের মাত্রা কমত না। বিশেষ করে শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথে এই বিকিরণ অন্তরায় বলেও মন্তব্য করেন সত্যজিৎবাবু।

মিশন হাসপাতালের চিকিৎসকেরা জানাচ্ছেন, নতুন প্রযুক্তিতে বিকিরণের প্রাথমিক মাত্রা যেমন অনেকটাই কম, তেমনই বিকিরণের পরিমাণ ৮০ শতাংশ কমিয়ে দিলেও ছবি স্পষ্ট আসে। ফলে ন্যূনতম বিকিরণ ছাড়াই অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়।
এটাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন প্রযুক্তির প্রথম ক্যাথল্যাব বলে দাবি করেন সত্যজিৎবাবু। তিনি আরও জানান, এই নতুন ক্যাথল্যাব ব্যবহার করতে গেলে রোগীদের বাড়তি চাপ পড়বে না। ন্যূনতম মূল্যে এই পরিষেবা দেওয়া হবে।


দুর্গাপুরে দ্য মিশন হাসপাতালের অনুষ্ঠানে চিকিৎসক সত্যজিৎ বসুর সঙ্গে প্রসেনজিৎ। —নিজস্ব চিত্র।

হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সঞ্জয় চুঘ বলেন, ‘‘নতুন ক্যাথল্যাবের মাধ্যমে খুব সামান্য সময়ে অত্যন্ত ঝকঝকে ছবি পাওয়া যাবে। ফলে চিকিৎসার সুবিধা হবে।’’ শিশু হৃদ্‌রোগ চিকিৎসক নুরুল ইসলাম বলেন, ‘‘অনেক সময় মাত্র কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাসের শিশুর অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। নতুন ক্যাথল্যাবে বিকিরণের ঝুঁকি অনেকখানি কমে যাওয়ায় আমরা চিকিৎসকেরা শিশুদের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত।’’

নতুন ক্যাথল্যাব উদ্বোধনের আগে অভিনেতা প্রসেনজিৎ হৃদ্‌পিণ্ডের অস্ত্রোপচার হওয়া কচিকাঁচাদের সঙ্গে দেখা করেন। সবার হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে বলেন, ‘‘দুর্গাপুরের এই হাসপাতালে আসতে পেরে খুব খুশি হয়েছি আমি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE