Advertisement
১৩ জানুয়ারি ২০২৬
child care

সন্তান ছোট? তাতেও এ সব ভুল করে চলেছেন অজান্তেই!

আপনি কি অজান্তেই সন্তানের প্রতি এমন কিছু ভুল প্রতি দিন করে চলেছেন? দেখে নিন আপনার কী কী ভুল ওর জীবনকে দাঁড় করাচ্ছে মারাত্মক বিপদের দোরগোড়ায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ১১:৪২
Share: Save:
০১ ০৭
দোষ কেবল ছোটদেরই খুঁজি আমরা। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, বড়দের, বিশেষত, অভিভাবকদের বেশ কিছু কাজের জন্য শিশুদের নানা বিপদে পড়তে হয়। আপনিও কি অজান্তেই সন্তানের প্রতি এমন কিছু ভুল প্রতি দিন করে চলেছেন? দেখে নিন আপনার কী কী ভুল ওর জীবনকে দাঁড় করাচ্ছে মারাত্মক বিপদের দোরগোড়ায়। ছবি: পিক্সঅ্যাবে।

দোষ কেবল ছোটদেরই খুঁজি আমরা। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, বড়দের, বিশেষত, অভিভাবকদের বেশ কিছু কাজের জন্য শিশুদের নানা বিপদে পড়তে হয়। আপনিও কি অজান্তেই সন্তানের প্রতি এমন কিছু ভুল প্রতি দিন করে চলেছেন? দেখে নিন আপনার কী কী ভুল ওর জীবনকে দাঁড় করাচ্ছে মারাত্মক বিপদের দোরগোড়ায়। ছবি: পিক্সঅ্যাবে।

০২ ০৭
সন্তানকে বাইকে বসিয়ে কোথাও চলেছেন অভিভাবকরা। এ দৃশ্য আমাদের বহুল পরিচিত। কিন্তু তার সঙ্গে আরও যে ছবি হাত ধরাধরি তরে চলে তা হল, শিশুর মাথায় হেলমেট নেই। অথচ, অভিভাবকদের মাথা সুরক্ষিত। এই নিয়ে সরকারি তরফে প্রচারও কম হয়নি। শিশু কি আপনার রকাছে কম আদরের? তাহলে? আজই হেলমেট দিন তাকে। ছবি: পিক্সঅ্যাবে।

সন্তানকে বাইকে বসিয়ে কোথাও চলেছেন অভিভাবকরা। এ দৃশ্য আমাদের বহুল পরিচিত। কিন্তু তার সঙ্গে আরও যে ছবি হাত ধরাধরি তরে চলে তা হল, শিশুর মাথায় হেলমেট নেই। অথচ, অভিভাবকদের মাথা সুরক্ষিত। এই নিয়ে সরকারি তরফে প্রচারও কম হয়নি। শিশু কি আপনার রকাছে কম আদরের? তাহলে? আজই হেলমেট দিন তাকে। ছবি: পিক্সঅ্যাবে।

০৩ ০৭
অনেক সময় দেখা যায় শিশুকে পার্কিং লটে গাড়ির মধ্যে চাবি বন্ধ করে রেখেই কোনও কাজ সারতে মা-বাবা গাড়ি থেকে নামেন। এই ফাঁকে শপিংও করে নেন অনেকে। গাড়িতে কিন্তু কোনও কারণে আপনার সন্তান অসুস্থ বোধও করতে পারে, এসি বন্ধ থাকায় বদ্ধ গাড়িতে তার শ্বাস প্রশ্বাসের সমস্যাও হতে পারে। কাজেই সঙ্গে নিয়ে যান সন্তানকে। ছবি: শাটারস্টক।

অনেক সময় দেখা যায় শিশুকে পার্কিং লটে গাড়ির মধ্যে চাবি বন্ধ করে রেখেই কোনও কাজ সারতে মা-বাবা গাড়ি থেকে নামেন। এই ফাঁকে শপিংও করে নেন অনেকে। গাড়িতে কিন্তু কোনও কারণে আপনার সন্তান অসুস্থ বোধও করতে পারে, এসি বন্ধ থাকায় বদ্ধ গাড়িতে তার শ্বাস প্রশ্বাসের সমস্যাও হতে পারে। কাজেই সঙ্গে নিয়ে যান সন্তানকে। ছবি: শাটারস্টক।

০৪ ০৭
শিশুকে নিয়ে বাথরুমে থাকাকালীন অন্য কোনও জরুরি কাজ বা দরকারি ফোন ধরতে কিছু ক্ষণের জন্য বাইরে আসেন? তত ক্ষণ বাথরুমে একাই থাকে শিশু? ভেবে দেখেছেন বাথরুমের জল, বা বাথটবে শিশুদের চরম বিপদও ঘটতে পারে ? ঘরে থাকলেও বাথরুমের ছিটকিনি বন্ধ রাখুন। আপনার অনুপস্থিতিতে শিশু যেন বিপদ ঘটাতে না পারে। ছবি: শাটারস্টক।

শিশুকে নিয়ে বাথরুমে থাকাকালীন অন্য কোনও জরুরি কাজ বা দরকারি ফোন ধরতে কিছু ক্ষণের জন্য বাইরে আসেন? তত ক্ষণ বাথরুমে একাই থাকে শিশু? ভেবে দেখেছেন বাথরুমের জল, বা বাথটবে শিশুদের চরম বিপদও ঘটতে পারে ? ঘরে থাকলেও বাথরুমের ছিটকিনি বন্ধ রাখুন। আপনার অনুপস্থিতিতে শিশু যেন বিপদ ঘটাতে না পারে। ছবি: শাটারস্টক।

০৫ ০৭
বাড়ির কীটনাশক, সংসারের প্রয়োজনীয় ধারালো অস্ত্র, রাসায়নিক জিনিসপত্র শিশুর হাতের নাগালে রাখেন? আপনার ক্ষণিকের অন্যমনস্কতায় শিশু অনায়াসে মুখে পুরে দিতে পারে সে সব অথবা রক্তাক্ত হতে পারে ধারোলো অস্ত্রে। তাই সতর্ক হোন। বাড়ির মেঝেও রাখুন পরিষ্কার। যাতে কোনও কিছু তুলে মুখে দেওয়ার সুযোগ না থাকে। ছবি: শাটারস্টক।

বাড়ির কীটনাশক, সংসারের প্রয়োজনীয় ধারালো অস্ত্র, রাসায়নিক জিনিসপত্র শিশুর হাতের নাগালে রাখেন? আপনার ক্ষণিকের অন্যমনস্কতায় শিশু অনায়াসে মুখে পুরে দিতে পারে সে সব অথবা রক্তাক্ত হতে পারে ধারোলো অস্ত্রে। তাই সতর্ক হোন। বাড়ির মেঝেও রাখুন পরিষ্কার। যাতে কোনও কিছু তুলে মুখে দেওয়ার সুযোগ না থাকে। ছবি: শাটারস্টক।

০৬ ০৭
বাড়িতে সব্জি কাটার ধারালো ছুরি বা বঁটি কাজ সেরেও আমরা ঠিক জায়গায় রাখি না। আরও কিছু হাতের কাজ সেরে একেবারে গোছগাছ করি। বরং কাটাকুটি সেরেই  শিশুর নাগালের বাইরে রাখুন সে সব। যে সময়টা আপনি ব্যস্ত, তখন শিশুর দেখভালের জন্য কেউ থাকলেও শিশুর দৌরাত্ম্যের কারণেও ঘটতে পারে বিপদ। তাই সতর্ক থাকুন। ছবি: শাটারস্টক।

বাড়িতে সব্জি কাটার ধারালো ছুরি বা বঁটি কাজ সেরেও আমরা ঠিক জায়গায় রাখি না। আরও কিছু হাতের কাজ সেরে একেবারে গোছগাছ করি। বরং কাটাকুটি সেরেই শিশুর নাগালের বাইরে রাখুন সে সব। যে সময়টা আপনি ব্যস্ত, তখন শিশুর দেখভালের জন্য কেউ থাকলেও শিশুর দৌরাত্ম্যের কারণেও ঘটতে পারে বিপদ। তাই সতর্ক থাকুন। ছবি: শাটারস্টক।

০৭ ০৭
ঘরে শিশু থাকলে মেক আপ বক্স ও জামা-কাপড়ের আলমারি তালা বন্ধ রাখুন। এমনিতেই বড়দের পোশাক ও সাজগোজের জিনিসের প্রতি একটা আলাদা কৌতূহল থাকে সন্তানদের। আপনার অনুপস্থিতিতে সেই কৌতূহলই ডেকে আনতে পারে বিপদ। জামা-কাপড় পরতে গিয়ে গলায় ফাঁস লেগে যেতে পারে, মেক আপের কেমিক্যালও গলায় চলে যেতে পারে শিশুর। ছবি: শাটারস্টক।

ঘরে শিশু থাকলে মেক আপ বক্স ও জামা-কাপড়ের আলমারি তালা বন্ধ রাখুন। এমনিতেই বড়দের পোশাক ও সাজগোজের জিনিসের প্রতি একটা আলাদা কৌতূহল থাকে সন্তানদের। আপনার অনুপস্থিতিতে সেই কৌতূহলই ডেকে আনতে পারে বিপদ। জামা-কাপড় পরতে গিয়ে গলায় ফাঁস লেগে যেতে পারে, মেক আপের কেমিক্যালও গলায় চলে যেতে পারে শিশুর। ছবি: শাটারস্টক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy