বড়পর্দার সামনেই নয়, সহ-অভিনেত্রীর সঙ্গে অভিনেতা স্বামীর রসায়ন জমে উঠেছিল ক্যামেরার আড়ালেও। তারকা স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন জেনে ‘তৃতীয় ব্যক্তি’কে ফোন করে তুমুল অশান্তি করেন বলি অভিনেত্রী টুইঙ্কল খন্না। শুধু তা-ই নয়, সেই সহ-অভিনেত্রীকে মারধর করতে নাকি সেট পর্যন্ত ছুটেছিলেন তিনি।