Advertisement
২৯ মার্চ ২০২৩
Mobile Phone

পরিচিত ৫টি কাজের জিনিস: মোবাইলের কারণে হারাতে বসেছে জনপ্রিয়তা

মোবাইলের হাত ধরে অনেক কিছুই খুব সহজ হয়ে গিয়েছে। তেমনই মোবাইলের দৌলতে অতি চেনা প্রয়োজনীয় জিনিসগুলিও কেমন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

মোবাইল হারিয়ে দিচ্ছে যাদের।

মোবাইল হারিয়ে দিচ্ছে যাদের। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১
Share: Save:

মোবাইল, দৈনন্দিন জীবনে চার অক্ষরের এই শব্দের ভূমিকা অগাধ। শুধু কি জীবন? মনের সঙ্গেও এই যন্ত্রের যোগাযোগ অতি দৃঢ়। মোবাইল ফোন কোনও কারণে খারাপ হয়ে গেলে, খারাপ হয়ে যায় মনও। যত ক্ষণ না আবার আগের অবস্থায় ফিরছে, মুখের হাসিটাই যেন চলে যায়। তবে মোবাইলের হাত ধরে অনেক কিছুই খুব সহজ হয়ে গিয়েছে। তেমনই মোবাইলের দৌলতে অতি চেনা প্রয়োজনীয় জিনিসগুলিও কেমন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

Advertisement

ঘড়ি

প্রায় সকলের বাড়িতেই দেওয়াল আলো করে থাকে শৌখিন ঘড়ি। কিন্তু সময় দেখার সময় ঠিক চোখ চলে যায় মোবাইলের দিকে। মোবাইল যখন এতটাও জনপ্রিয় হয়ে ওঠেনি, বাড়ির প্রতিটি ঘরেই একটি করে ঘড়ি ঝোলানো থাকত। হাতের মুঠোয় মোবাইল থাকায় এখন আর তার দরকার পড়ে না। বাড়ির সুবিধামতো কোনও একটি জায়গায় ঘড়ি টাঙানো থাকলেই চলে। এমনকি, রোজ সকালে ঘুম ভাঙায় মোবাইলের অ্যালার্মই। তাই অ্যালার্ম বাজা টেবিল ঘড়ির কদর এখন আর আগের মতো নেই। এ তো গেল বাড়ির কথা। কব্জিতে স্মার্ট ওয়াচ রয়েছে, অথচ সময় দেখতে সেই ফোনের আলোটাই জ্বলে ওঠে।

ক্যালেন্ডার

Advertisement

ভ্যালেন্টাইনস ডে-র দিন কী বার পড়েছে কিংবা সামনের রবিবার কত তারিখ, তা জানতে এখন আর কেউ ক্যালেন্ডার ব্যবহার করেন না। মোবাইলে একটা জলজ্যান্ত ক্যালেন্ডার রয়েছে। অফিসে মিটিং-এর ফাঁকে, রান্না করতে করতে কিংবা ভিড় বাসে অফিস যাওয়ার সময়, মোবাইলে ক্যালেন্ডার দেখে নিতেই এখন স্বচ্ছন্দ বেশির ভাগ। তবে তাই বলে যে ক্যালেন্ডারের ব্যবহার একেবারে ভুলতে বসেছেন সকলে, তা কিন্তু নয়। একাদশী থেকে নীলের উপোস কিংবা শিবরাত্রি থেকে পূর্ণিমা— মাসের এই বিশেষ দিনগুলি মাসের কোন তারিখে পড়েছে, তা জানতে এখনও ভরসা ক্যালেন্ডারই।

image of a calculator.

মোবাইলের কারণে জনপ্রিয়তা হারিয়েছে ক্যালকুলেটরও। ছবি: সংগৃহীত।

ক্যামেরা

মোবাইল কেনার সময় সকলেই যেটা ভাল করে যাচাই করে নেন, তা হল ক্যামেরা। মোবাইল ফোনের ক্যামেরার মান ভাল হওয়া সবচেয়ে জরুরি। বাড়িতে হয়তো শখ করে কেনা ক্যামেরাটি যত্ন করে রাখাই আছে। কিন্তু সেজেগুজে নিজস্বী তুলে প্রথম ছবিটি প্রিয় মানুষকে পাঠাতে তো মোবাইল ফোনই ভরসা। আর তা ছাড়া এখনও অ্যাপল ছাড়াও বেশ কয়েকটি সংস্থার মোবাইল ক্যামেরা পাল্লা দিচ্ছে ক্যামেরাকে। তা ছাড়া অনেকেই ক্যামেরার বদলে আইফোন কিনতেই বিনিয়োগ করেন। ঝকঝকে ছবিও উঠবে, সেই সঙ্গে আরও অজস্র সুযোগ-সুবিধাও মিলবে।

ক্যালকুলেটর

মোবাইলের কারণে জনপ্রিয়তা হারিয়েছে ক্যালকুলেটরও। মাসকাবারি বাজারের হিসাব থেকে জটিল অঙ্ক— ফোনের ক্যালকুলেটরই জায়গা করে নিয়েছে অনেকটা। সুবিধাও তো কম নেই। ফোন তো সঙ্গেই থাকছে। দরকার হলে ক্যালকুলেটর বার করে হিসাব মিলিয়ে নিলেই হল।

টিভি

ইউটিউবের জমানায় টিভির গুরুত্ব কমে এসেছে অনেকটাই। অধিকাংশ ইউটিউব চ্যানেলগুলি ধারাবাহিকের পর্বগুলির সম্প্রচার করে। কিছু ক্ষেত্রে তো টেলিভিশনে সম্প্রচারের আগেই ইউটিউব চ্যানেলগুলি দেখিয়ে দেয়। ফলে টিভি দেখার ঝোঁক অনেকটাই কমেছে। ব্যস্ততার কারণে এখন বাড়ি বসে গুছিয়ে টিভি দেখার সময়ও হয় না। অফিস যাওয়া-আসার পথে কানে হেডফোন গুঁজে মোবাইলে পছন্দের ধারাবাহিক দেখে নেওয়ার সুযোগ আর তাই কেউ হাতছাড়া করেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.