Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lifestyle Gallery

জিন্‌স টাইট বা বেশি ঢিলে? নিজেই করে নিন দারুণ ফিট

ক্যাজুয়াল হোক বা ফর্মাল ড্রেসিং— জিন্‌স কখনই আউট অব ফ্যাশন হয় না! মানানসই টপ হোক বা ডিজাইনার কুর্তি, জিন্‌সের সঙ্গে এর জুড়ি মেলা ভার। তবে নতুন জিন্‌স যদি টাইট হয়? বা ঢিলেঢালা হয়? তবে তা কী ভাবে বাগে আনবেন? জেনে নিন, তারই কয়েকটি সোজাসাপ্টা উপায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫০
Share: Save:
০১ ০৬
টাইট জিন্‌স পরে মিনিট ১৫ বাথটাবের জলে পা ডুবিয়ে বসে থাকুন। না! একেবারেই ঠাট্টা নয়। তবে বাথটাবের জল অবশ্যই ঈষদুষ্ণ হতে হবে। এর পর জিন্‌সটি একটি টাওয়ালে জড়িয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নিন। খানিকক্ষণ ওই ভেজা জিন্‌স পরে ঘুরেফিরে বেড়ান। এ বার তা শুকিয়ে নিন। দেখবেন, জিন্‌সটি আপনার কেমন ফিট হয়ে গিয়েছে! ছবি: সংগৃহীত।

টাইট জিন্‌স পরে মিনিট ১৫ বাথটাবের জলে পা ডুবিয়ে বসে থাকুন। না! একেবারেই ঠাট্টা নয়। তবে বাথটাবের জল অবশ্যই ঈষদুষ্ণ হতে হবে। এর পর জিন্‌সটি একটি টাওয়ালে জড়িয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নিন। খানিকক্ষণ ওই ভেজা জিন্‌স পরে ঘুরেফিরে বেড়ান। এ বার তা শুকিয়ে নিন। দেখবেন, জিন্‌সটি আপনার কেমন ফিট হয়ে গিয়েছে! ছবি: সংগৃহীত।

০২ ০৬
আপনার জিন্‌সটি মেঝেতে রেখে তার উপর ঈষদুষ্ণ জল স্প্রে করে নিন। এর পর জিন্‌সের চার পাশ ধরে যতটা সম্ভব হয় টানতে থাকুন। এ বার জিন্‌সটি শুকোতে দিন। পরের বার যখন তা পরবেন তা আর আঁটসাঁট হবে না। ছবি: সংগৃহীত।

আপনার জিন্‌সটি মেঝেতে রেখে তার উপর ঈষদুষ্ণ জল স্প্রে করে নিন। এর পর জিন্‌সের চার পাশ ধরে যতটা সম্ভব হয় টানতে থাকুন। এ বার জিন্‌সটি শুকোতে দিন। পরের বার যখন তা পরবেন তা আর আঁটসাঁট হবে না। ছবি: সংগৃহীত।

০৩ ০৬
টাইট জিন্‌সের ওয়েস্টলাইন বাড়িয়ে নেওয়ার সোজা একটা উপায় রয়েছে। ওয়েস্টলাইনের দুদিক ধরে দু’তিন ইঞ্চি ছিঁড়ে নিন। এর পর তাতে খানিকটা কাপড় বা ডেনিমের টুকরো ভরে ফেলুন। এ বার তা সেলাই করে নিন। দেখবেন আপনার জিন্‌সটি কেমন ফিট হয়ে গিয়েছে। ছবি: সংগৃহীত।

টাইট জিন্‌সের ওয়েস্টলাইন বাড়িয়ে নেওয়ার সোজা একটা উপায় রয়েছে। ওয়েস্টলাইনের দুদিক ধরে দু’তিন ইঞ্চি ছিঁড়ে নিন। এর পর তাতে খানিকটা কাপড় বা ডেনিমের টুকরো ভরে ফেলুন। এ বার তা সেলাই করে নিন। দেখবেন আপনার জিন্‌সটি কেমন ফিট হয়ে গিয়েছে। ছবি: সংগৃহীত।

০৪ ০৬
নতুন কেনা জিন্‌সটি ঢিলেঢালা হলেও আবার মুশকিল! সেটাকে বাগে আনতে গরম জলে জিন্‌সটি ভাল করে ধুয়ে নিন। কোনও সফ্নার ব্যবহার করবেন না। এ বার ড্রায়িং মেশিনে সবচেয়ে হট সেটিংয়ে তা শুকিয়ে নিন। ছবি: সংগৃহীত।

নতুন কেনা জিন্‌সটি ঢিলেঢালা হলেও আবার মুশকিল! সেটাকে বাগে আনতে গরম জলে জিন্‌সটি ভাল করে ধুয়ে নিন। কোনও সফ্নার ব্যবহার করবেন না। এ বার ড্রায়িং মেশিনে সবচেয়ে হট সেটিংয়ে তা শুকিয়ে নিন। ছবি: সংগৃহীত।

০৫ ০৬
অনেকের বাড়িতেই তো ড্রায়িং মেশিন নেই। তবে উপায়? ফুটন্ত গরম জলে জিন্‌সটি আধ ঘণ্টা ফোটাতে থাকুন। এ বার চড়া রোদে শুকিয়ে নিন। ছবি: সংগৃহীত।

অনেকের বাড়িতেই তো ড্রায়িং মেশিন নেই। তবে উপায়? ফুটন্ত গরম জলে জিন্‌সটি আধ ঘণ্টা ফোটাতে থাকুন। এ বার চড়া রোদে শুকিয়ে নিন। ছবি: সংগৃহীত।

০৬ ০৬
ওয়েস্টব্যান্ডের সিম কেটে তাতে একটা ইলাস্টিক ভরে নিন। আপনার কোমরের মাপে ইলাস্টিকটি টেনে নিন। এ বার সিমটি সেলাই করে নিন। ঢিলেঢালা জিন্‌সটি সহজেই ফিট হয়ে যাবে আপনার কোমরের মাপে। ছবি: সংগৃহীত।

ওয়েস্টব্যান্ডের সিম কেটে তাতে একটা ইলাস্টিক ভরে নিন। আপনার কোমরের মাপে ইলাস্টিকটি টেনে নিন। এ বার সিমটি সেলাই করে নিন। ঢিলেঢালা জিন্‌সটি সহজেই ফিট হয়ে যাবে আপনার কোমরের মাপে। ছবি: সংগৃহীত।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE