Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Offbeat

ট্যারান্টুলা, আরশোলা থেকে পাইথন— বিচিত্র পোষ্য সংগ্রহই নেশা এই ব্রিটিশ যুবতীর

অদ্ভুত সব পোষ্য সংগ্রহে থাকার কারণে নেট দুনিয়ায় রীতিমতো চর্চার কেন্দ্রে এই ব্রিটিশ যুবতী। দেখে নেওয়া যাক কী কী অদ্ভুত প্রাণী রয়েছে তাঁর পোষ্যের তালিকায়।

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৫:৪৪
Share: Save:
০১ ০৬
লন্ডনের বাসিন্দা এম-এর সংগ্রহে রয়েছে বিষধর ব্রাজিলিয়ান ট্যারান্টুলা।

লন্ডনের বাসিন্দা এম-এর সংগ্রহে রয়েছে বিষধর ব্রাজিলিয়ান ট্যারান্টুলা।

০২ ০৬
মেয়েরা সাধারণত আরশোলাকে খুব ভয় পায়। কিন্তু এম-এর সংগ্রহে রয়েছে মাদাগাস্কারের বিশাল এক জোড়া আরশোলা।

মেয়েরা সাধারণত আরশোলাকে খুব ভয় পায়। কিন্তু এম-এর সংগ্রহে রয়েছে মাদাগাস্কারের বিশাল এক জোড়া আরশোলা।

০৩ ০৬
এম-এর সংগ্রহে রয়েছে ফুট আটেকের একটি পাইথন। এই অদ্ভুত পোষ্য সংগ্রহের জন্যই তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দেড় লক্ষ।

এম-এর সংগ্রহে রয়েছে ফুট আটেকের একটি পাইথন। এই অদ্ভুত পোষ্য সংগ্রহের জন্যই তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দেড় লক্ষ।

০৪ ০৬
এম-এর ইউটিউব চ্যানেলের নাম এমজটিক। এম-এর সংগ্রহে রয়েছে দুর্মূল্য একটি গোল্ডেন গেকো বা তক্ষক।

এম-এর ইউটিউব চ্যানেলের নাম এমজটিক। এম-এর সংগ্রহে রয়েছে দুর্মূল্য একটি গোল্ডেন গেকো বা তক্ষক।

০৫ ০৬
একটি বিশাল শামুকও রয়েছে এই ব্রিটিশ মহিলার সংগ্রহে। শামুকটিকে এম ‘স্রেক’ বলে ডাকেন।

একটি বিশাল শামুকও রয়েছে এই ব্রিটিশ মহিলার সংগ্রহে। শামুকটিকে এম ‘স্রেক’ বলে ডাকেন।

০৬ ০৬
কচি কলাপাতা রঙের বিশাল একটি জঙ্গল নিম্ফ, আমরা যাকে গঙ্গা ফড়িং বলি, তা-ও রয়েছে এম-এর সংগ্রহে।

কচি কলাপাতা রঙের বিশাল একটি জঙ্গল নিম্ফ, আমরা যাকে গঙ্গা ফড়িং বলি, তা-ও রয়েছে এম-এর সংগ্রহে।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE