Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Jagdish Chandra Bose

গুগল ডুডলে জগদীশচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ

আচার্য জগদীশচন্দ্র বসুর ১৫৮তম জন্মদিনে ডুডলের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। গুগল উইন্ডো খুললেই দেখা যাচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে দৃষ্টান্ত রেখে যাওয়া বাঙালি বিজ্ঞানী ল্যাবরেটরিতে বসে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১৬:০৮
Share: Save:

আচার্য জগদীশচন্দ্র বসুর ১৫৮তম জন্মদিনে ডুডলের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। গুগল উইন্ডো খুললেই দেখা যাচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে দৃষ্টান্ত রেখে যাওয়া বাঙালি বিজ্ঞানী ল্যাবরেটরিতে বসে রয়েছেন। তাঁর বাঁ দিকে রয়েছে ক্রেস্কোগ্রাফ এবং ডান দিকে টবের মধ্যে রয়েছে একটি চারাগাছ। তিনিই প্রথম প্রমাণ করেছিলেন যে, গাছেরও প্রাণ রয়েছে। উদ্ভিদের বৃদ্ধির হার মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফও আবিষ্কার করেন তিনি।

১৮৫৮-তে ঠিক আজকের তারিখে জন্মগ্রহণ করেন জগদীশচন্দ্র। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার পর ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৮৮৪ সালে সম্মানসূচক ন্যাচারাল সায়েন্স ট্রিপোস অর্জন করেন। একই বছর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন। পরে জানা যায়, ১৮৮৪ সালে তিনি কেমব্রিজ থেকে একটি এমএ ডিগ্রিও অর্জন করেন। সেই সালেই দেশে ফিরে আসেন। ১৮৮৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ (বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)-এ অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। বিজ্ঞানচর্চায় প্রভূত অবদানের স্বীকৃতি হিসেবে আচার্য জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে মনোনীত হন। বিজ্ঞান ক্ষেত্রে তাঁর অবিস্মরণীয় অবদান স্বীকার করে নিয়েছে গোটা বিশ্ব। সেই কারণে গুগল ডুডলের সঙ্গে সংযু্ক্ত করে একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। যেখানে বিজ্ঞানীর গোটা জীবনীও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: এ বার গ্যাস, বিদ্যুতের বিল মেটানো যাবে ‘ওলা মানি’র সাহায্যে

দেখুন সেই ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdish Chandra Bose Google doodle 158th Birthday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE