Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
UPI Lite

গুগল পে, ফোন পে ব্যবহার করেন? পিন ছাড়াই এ বার থেকে টাকা পাঠাতে পারবেন, কী ভাবে?

ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন অনেকেই। তবে এ পদ্ধতিতে টাকা আদানপ্রদান আরও সহজ হয়ে গিয়েছে।

image of upi lite.

ইউপিআই-এর একটি সরল সংস্করণ হল ইউপিআই লাইট। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১২:৩৪
Share: Save:

টাকা লেনদেনের জন্য ইদানীং ব্যাঙ্কে যান কম জনেই। বরং গুগল পে-তে ইউপিআই-এর মাধ্যমে টাকা দেওয়া-নেওয়া করতে অনেকেই অভ্যস্ত। বাড়ি বসেই টাকা আদানপ্রদান হয়ে যায়। তবে অনেকে হয়তো জানেন না, ‘ইউপিআই লাইট’ বলেও একটা বিষয় রয়েছে। বছর খানেক আগে সেপ্টেম্বর মাস নাগাদ ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (আরবিআই) এটা চালু করেছিল।

ইউপিআই-এর একটি সরল সংস্করণ হল ইউপিআই লাইট। কম টাকার লেনদেনের ক্ষেত্রে এটি কার্যকর। তা ছাড়া, এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে আলাদা করে কোনও পিন দিতে হবে না। ইউপিআই লাইটের মাধ্যমে ২০০-৩০০ টাকাও পাঠানো যাবে। ইউপিআই লাইট ব্যবহার করতে চাইলে প্রথমে এই সিস্টেমের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা বাধ্যতামূলক।

পিন ছাড়াই কী ভাবে ব্যবহার করবেন ইউপিআই লাইট?

১) ফোনে গুগল পে-তে অ্যাকাউন্ট খুলুন।

২) সেই অ্যাকাউন্টে নিজের নামের আদ্যাক্ষর অথবা ছবির উপর ক্লিক করলেই দেখা যাবে ইউপিআই লাইট অপশন। সেখানে ক্লিক করলেই একটা পাতা খুলে যাবে।

৩) সেই পাতায় ‘অ্যাড মানি’ এবং ‘পে পিন ফ্রি আন্ডার ২০০’ বলে দু’টি বিভাগ দেখাবে। নীচেই থাকবে ‘কন্টিনিউ’ অপশন।

৪) সেই অপশনে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হবে। সেখানে গিয়ে টাকা ভরলে ইউপিআই পিন ছাড়াই টাকা লেনদেন করা যাবে।

ইউপিআই যাঁরা ব্যবহার করেন, তাঁরা জানেন যে এ ক্ষেত্রে টাকা আদানপ্রদানের সময়ে চার সংখ্যার একটি পিন দিতে হয়। ইউপিআই লাইটের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে পিন দেওয়ার কোনও দরকার পড়ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE