Advertisement
১৮ মে ২০২৪

হোটেলের সেরা রুম বেছে নেবেন কী ভাবে? জেনে নিন

বেড়াতে যেতে কে না ভালবাসেন। আর বেড়ানোর অনেকখানি জুড়ে রয়েছে হোটেল। থাকার জায়গা পছন্দসই হলেই বেড়ানোর মজা দ্বিগুণ হয়ে যায়। সেরা হোটেল বুক করার জন্য আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। কোথায় খুঁজবেন, ঠিক কেমন চাইছেন ও খরচ। এই তিনটে বিষয় মাথায় রাখলেই পেয়ে যাবেন নিজের পছন্দের হোটেলে বুকিং। জেনে নিন কী ভাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৫:৩০
Share: Save:

বেড়াতে যেতে কে না ভালবাসেন। আর বেড়ানোর অনেকখানি জুড়ে রয়েছে হোটেল। থাকার জায়গা পছন্দসই হলেই বেড়ানোর মজা দ্বিগুণ হয়ে যায়। সেরা হোটেল বুক করার জন্য আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। কোথায় খুঁজবেন, ঠিক কেমন চাইছেন ও খরচ। এই তিনটে বিষয় মাথায় রাখলেই পেয়ে যাবেন নিজের পছন্দের হোটেলে বুকিং। জেনে নিন কী ভাবে।

কোথায় খুঁজবেন

১।ট্রাভেলিং সাইট- সার্চ করার সময় কোনও একটি ট্রাভেল সাইটে আটকে থাকবেন না। সবকটি বড়, নামকরা ট্রাভেল সাইট খুঁজে দেখুন। তুলনা করে বেছে নিন সেরা হোটেলি ডিল।

২। হোটেল সার্চ ইঞ্জিন- অনলাইনে এখন খুবই জনপ্রিয় হোটেল সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে হাজারটা ট্রাভেল সাইটে সার্চ করে বেছে নেওয়া যায় নিজের পছন্দ। সবচেয়ে কম দাম পোস্টও করা যায়।

৩। স্পেশাল ডিল ক্লাব- এই সব ক্লাবের সদস্য হতে পারেন। এই সব সাইটে সদস্যদের জন্য সবচেয়ে কম দামের ডিল থাকে।

৪। সময়- যদি আগে থেকে বেড়াতে যাওয়ার দিন ঠিক করে না রাখেন তাহলে দেখে নিন ঠিক কোন সময়ে সবচেয়ে কম দামে পাচ্ছেন পছন্দের রুম। সেই অনুযায়ী বেড়ানোর দিন ঠিক করুন।

কী খেয়াল রাখবেন

১। দাম ও ফ্রাঞ্চাইজি- যদি এক দিনের জন্য থাকেন তাহলে এমন হোটেল বেছে নিন যেখানে ফ্রি কন্টিনেন্টাল ব্রেকফাস্টের সুবিধা রয়েছে। এতে আপনার সময় বাঁচবে। সকালে তাড়াতাড়ি বেরোতে পারবেন। যদি পরিবার নিয়ে দু’-তিন দিন থাকার কথা ভাবেন, তাহলে আরামের দিকে নজর দিন। একটু খরচ করে ভাল হোটেল বেছে নিন।

২। জায়গা- কোন জায়গায় হোটেল তার উপর খরচ রুম রেট নির্ভর করে। এয়ারপোর্ট বা স্টেশনের কাছে কিনা, পরিবেশ ভিউ কেমন তার উপর খরচ ওঠানামা করে। একই হোটেলেও ভিউ অনুযায়ী বিভিন্ন দামের ঘর পাওয়া যায়।

৩। সুবিধা- হোটেল বুক করার সময় সুবিধার কথা মাথায় রাখুন। ওয়াই-ফাই, এলিভেটর, ফ্রি-ব্রেকফাস্ট, সুইমিং পুল যেটা আপনি চাইছেন সেই সুবিধা রয়েছে কিনা অবশ্যই দেখে নিন।

৪। ক্যানসেলেশন পলিসি- কাজের চাপে অনেক সময়ই বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হয়। তাই হোটেলের ক্যানসেলেশন পলিসির ভাল করে খুঁটিয়ে দেখুন।

পছন্দের হোটেল

১। ওয়েবসাইট- যখন নিজের পছন্দের বিশেষ হোটেলটাই চাইছেন তখন প্রথমেই চলে যান সেই হোটেলের নিজস্ব ওয়েবসাইটে। চার্জ, সুবিধা সব খুঁটিয়ে দেখে, পড়ে নিন।

২। ফোন- হোটেলে সরাসরি ফোন করুন। কথা বলে জেনে বুঝে নিন আপনার জন্য কোনটা সেরা হবে। ডিসকাউন্ট, ঘরের ভাড়া সব কিছু সম্পর্কে খুঁটিয়ে জেনে নিন।

৩। বুকিং- ডিল পছন্দ হলেই বুকিং সেরে নিন। নিজে সেরাটাই পাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত থাকুন।

৪। ওয়াক ইন- যদি আগে থেকে বুক করা না থাকে, হঠাত্ই আপনাকে হোটেলে রাত কাটাতে হয়, তবে দরাদরি করতেই পারেন। রিসেপশনে গিয়ে বলুন আপনি শুধুই ঘুমোতে চাইছেন। বিশেষ সুবিধার প্রয়োজন নেই। এতে আপনার জন্য চার্জ কমিয়ে দেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hotel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE