আপনি কি কিছুতেই টাকা জমাতে পারছেন না? আর মাসের শেষে তাই সব রাগ গিয়ে পড়ছে ওই ক্রেডিট কার্ডটার ওপর? কোনও কিছু পছন্দ হলে পকেটে টাকা না থাকলেই অজান্তে হাত চলে যায় ক্রেডিট কার্ডের দিকে? আর তাতেই তরতর করে বেড়ে চলেছে ঋণ? যদি এই অভ্যাস আপনার থাকে তা হলে আপনাকে এক জরুরি পরামর্শ দিচ্ছেন শিকাগোর মর্নিংস্টার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থার বিহেভিয়ারাল ইকোনমিস্ট সারা নিউকম্ব।
তিনি জানাচ্ছেন, ভবিষ্যত নিয়ে স্বচ্ছ ভাবনাচিন্তার অভাব, পরিকল্পনা না করার কারণেই অসচেতন ভাবে খরচ করার প্রবণতা দেখা যায়। যদি ভবিষ্যতের কোনও স্পষ্ট ছবি কল্পনা করা যায়, পরিকল্পনা থাকে তা হলে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়।
এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৭০০ জন প্রাপ্তবয়স্কের উপর সমীক্ষা চালান নিউকম্ব ও তাঁর সহযোগীরা। এই পরীক্ষায় মূলত কোনও কিছু কেনার সময় ক্রেতাদের মানসিকতা বোঝার চেষ্টা করেন তাঁরা। প্রত্যেকের হাতে তুলে দেওয়া কিছু প্রশ্নপত্র। এই সব প্রশ্নের উত্তর থেকে তাঁদের আর্থিক আচরণ, সঞ্চয় ও খরচের প্রতি তাঁদের মানসিকতা, লোভ সম্বরণ করার ক্ষমতা, আর্থিক সচতেনতা ও ভবিষ্যতের পরিকল্পনা পরীক্ষা করেন গবেষকেরা।