বোম্মাই কলু: তামিলনাড়ু, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে দসেরার দিন বোম্মাই কলু স্ত্রী আচার পালন করা হয়। ছোট ছোট পুতুল দিয়ে সাজিয়ে গ্রাম্য লোকাচার ও বিবাহের গল্প বলা হয়। থাকে ছোট ছোট দেবতা মূর্তিও। অনেকটা আমাদের ঝুলনের মতো। নবরাত্রির ৯ দিন ধরে মহিলারা নিজেদের বাড়ির চারপাশ প্রদক্ষিণ করেন। ছোলা ও নারকেল দিয়ে তৈরি বিশেষ ভোগ নিবেদন করা হয় পুজোয়।
বিদ্যারম্ভ: তামিলনাড়ু, কেরল ও কর্নাটকে বিজয়া দশমীর দিন বিদ্যারম্ভ পালিত হয়। এ দিন সকালে পুজোর পর বই, খাতা দেবীকে নিবেদন করে বিদ্যার্থীরা। একে বলা হয় পূজা এদুপ্পু। শিশুদের এ দিন চাল বা বালির উপর দাগ কেটে প্রথম অক্ষর চেনানো হয়। যাকে বলা হয় এজুথিনু এরুথু। ব্যাপারটা আমাদের সরস্বতী পুজোর হাতে খড়ির মতো।