ঘ্যান ঘ্যান করবেন না এমন মহিলাদেরই গার্লফ্রেন্ড হিসেবে প্রথম পছন্দ ছেলেদের।
২ / ৭
সময় বদলেছে। বদলে গিয়েছে মানুষের চিন্তাধারা। সেকেলে ধ্যান-ধারণা ভুলে হালফিলের বয়ফ্রেন্ডরা খোঁজেন আত্মনির্ভরশীল গার্লফ্রেন্ড। কেন না তাঁরা চান না গার্লফেন্ড তাঁকে অভিভাবক বলে ভুল করুক।
Advertisement
Advertisement
৩ / ৭
স্মার্ট, বুদ্ধিমতী হতে হবে। আর এই ধরনের মহিলাদের প্রতিই ছেলেরা একটু বেশি টান অনুভব করেন।
৪ / ৭
প্রেমের সম্পর্কে আসার পরেও অনেক মহিলাই প্রথমে যৌন সম্পর্কে অনীহা দেখান। কিন্তু এই ব্যাপারটি বেশির ভাগ পুরুষেরই নাপসন্দ।
Advertisement
৫ / ৭
সে খুব ফ্রেন্ডলি হবে এটাই প্রাথমিক চাহিদা। বন্ধু-বান্ধবের সঙ্গে হ্যাঙ্গ আউটের সময় সেও যেন সবার সঙ্গে মিশে যেতে পারে।
৬ / ৭
যখন কোনও খারাপ সময় আসবে। যে সময়টা মনে হবে মানসিক ভাবে খুব বিপর্যস্ত, সে সময় যেন তাঁর গার্লফ্রেন্ড তাঁকে উৎসাহ দেন।
৭ / ৭
মিথ্যার উপর ভিত্তি করে কোনও সম্পর্ক গড়ে ওঠে না। সম্পর্কটাকে একটু স্পাইসি করে তুলতে অনেক মেয়ে ছোটখাটো মিথ্যে কথা বলে থাকলেও, এই বিষয়টি একেবারেই পছন্দ নয় ছেলেদের।