Advertisement
০৭ মে ২০২৪

নিশ্বাসই বলে দেবে আপনি ক্যানসারে আক্রান্ত কিনা

ক্যানসার হয়েছে কিনা জানতে এ বার আর কষ্টদায়ক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। স্মার্টফোন বা অন্য কোনও যন্ত্রের সঙ্গে সেন্সর লাগিয়ে নিশ্বাস পরীক্ষা করলেই বোঝা যাবে আপনি ক্যানসারে আক্রান্ত কিনা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৬ ১২:০৮
Share: Save:

ক্যানসার হয়েছে কিনা জানতে এ বার আর কষ্টদায়ক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। স্মার্টফোন বা অন্য কোনও যন্ত্রের সঙ্গে সেন্সর লাগিয়ে নিশ্বাস পরীক্ষা করলেই বোঝা যাবে আপনি ক্যানসারে আক্রান্ত কিনা। জাপানের সুবুকার দ্য ন্যাশনাল ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স সেই ছোট্ট সেন্সর তৈরি করেছে। যার সাহায্যে অসুখের প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র নিশ্বাসের গন্ধ থেকেই বোঝা যাবে কেউ আক্রান্ত হয়েছেন কিনা।

এই সেন্সরটির কার্যকরী ব্যবহারের জন্য বেশ কয়েকটি জাপানি সংস্থা, ওসাকা ইউনিভার্সিটির ও একটি সুইস সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে এনআইএমএস। সেন্সরে চিপ ইন্সটল করলে কয়েক বর্গ মিলিমিটারের মধ্যে কোনও ক্যানসার আক্রান্ত ব্যক্তি রয়েছেন কিনা তা নিশ্বাস পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। এই সেন্সর স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে। স্মার্টফোনের স্ক্রিনে ফুটে ওঠা গ্রাফ জানিয়ে দেবে আপনি ক্যানসারে আক্রান্ত কিনা। চিকিত্সকরা জানাচ্ছেন, ডায়াবেটিস, কিডনি বা লিভারের অসুখ, হাঁপানির সমস্যা থাকলেও নিশ্বাসে অদ্ভুত গন্ধ হয়। ফলে এই সেন্সরের সামনে নিশ্বাস ফেললে রোগও নির্ধারণ করা যাবে।

তবে এই সেন্সর বাস্তবায়িত হয়ে এখনও অন্তত ছ’বছর সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা। এই মুহূর্তে জাপানে মৃত্যুর অন্যতম কারণ ক্যানসার। প্রতি বছর এই রোগে চার লক্ষ মানুষের মৃত্যু হয়।

এই সংক্রান্ত আরও খবর...

• রোদ পোহান, ব্লাড ক্যানসারের ঝুঁকি কমান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sensor cancer breath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE