পৃথিবীর সব প্রেম আমাদের দু’জনের মনে। আমরা সমস্তটাই ভাগ করতে প্রতিজ্ঞাবদ্ধ। খাবার, বন্ধুত্ব তো রয়েছেই, এমনকি পাসওয়ার্ডও!
ভালবাসার এমনতর দাবি যাঁরা নিজেদের জন্য বরাদ্দ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁরা একটা বিষয়ে নিঃসন্দেহ হতে পারেন, আর যাই হোক, আপনার সম্পর্কটি প্রেমের নয়।
হ্যাঁ, মনোবিদরা তাই-ই বলছেন। তাঁদের স্পষ্ট কথা, সম্পর্কে আদানপ্রদান হতে পারে নানা কিছু। ভাবনা, গান ,বই ইত্যাদি হাজার অনুষঙ্গ হতে পারে। কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটি নয়। মনোবিদ সাম্রাজ্ঞী সরকার বলছেন, ‘‘আসলে সামাজিক সম্পর্কে অনেক সূক্ষ্ম ক্ষমতা কাজ করেন। বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে তো বটেই। আমাদের দুর্ভাগ্য আজও অনেক মানুষ তাঁদের স্ত্রীকে তাঁর অধীনস্ত মনে করেন। ভাবেন তাঁদের কোনও ব্যক্তিগত চাওয়াপাওয়া, নিজস্ব স্পেস থাকতে পারে না। ওঠা-বসা সমস্ত কিছুতেই কর্তৃত্ব করে তারা এক ধরণের আনন্দ পান। আর একটা দিক আছে, সেটা হল অনিশ্চয়তার। বলা ভাল, আত্মবিশ্বাসের অভাব। নিজের সম্পর্কে, বলা ভাল নিজেদের রসায়ন সম্পর্কে কোনও বিশ্বাস না থাকলে মনে সন্দেহপ্রবণতা জন্মায়। এই ধরন থেকেই এই ধরণের ইচ্ছের জন্ম।"