Advertisement
১৯ মে ২০২৪
Lifestyle News

ভারতে এল ইউএম-এর নতুন কম্যান্ডো ক্রুজার বাইক

বড় এবং ভারী বাইক যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর। ভারতের বাজারে এল ইউএম-এর নতুন রেনেগেড কম্যান্ডো ক্রুজার। খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে এই বাইকের দু’টি আকর্ষণীয় মডেল। কেমন সেই বাইক? দেখে নেওয়া এক নজরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৯
Share: Save:
০১ ০৮
ভারতে এল ইউএম-এর নতুন রেনেগেড কম্যান্ডো ক্রুজার।

ভারতে এল ইউএম-এর নতুন রেনেগেড কম্যান্ডো ক্রুজার।

০২ ০৮
ক্লাসিক ও মোজাভি— এই দু’টি মডেলে পাওয়া যাবে বাইকটি।

ক্লাসিক ও মোজাভি— এই দু’টি মডেলে পাওয়া যাবে বাইকটি।

০৩ ০৮
ভারতের বাজারে ক্লাসিকের দাম প্রায় ১.৮৯ লক্ষ এবং মোজাভির দাম প্রায় ১.৮০ লক্ষ।

ভারতের বাজারে ক্লাসিকের দাম প্রায় ১.৮৯ লক্ষ এবং মোজাভির দাম প্রায় ১.৮০ লক্ষ।

০৪ ০৮
আমেরিকার মোজাভি মরুভূমির নাম অনুসারে বাইকটির এমন নাম রাখা হয়েছে। বাইকের রং এবং ডিজাইনের সঙ্গেও মিল রয়েছে মরুভূমির।

আমেরিকার মোজাভি মরুভূমির নাম অনুসারে বাইকটির এমন নাম রাখা হয়েছে। বাইকের রং এবং ডিজাইনের সঙ্গেও মিল রয়েছে মরুভূমির।

০৫ ০৮
২৭৯ সিসি-র ইঞ্জিন রয়েছে এই বাইকে। দু’টি বাইকের ইঞ্জিনেই রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন বক্স।

২৭৯ সিসি-র ইঞ্জিন রয়েছে এই বাইকে। দু’টি বাইকের ইঞ্জিনেই রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন বক্স।

০৬ ০৮
অত্যন্ত শক্তিশালী এর ইঞ্জিন ৭ হাজার আরপিএম-এ ২৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। খুব দ্রুত গতি বাড়াতে সক্ষম এর ইঞ্জিন।

অত্যন্ত শক্তিশালী এর ইঞ্জিন ৭ হাজার আরপিএম-এ ২৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। খুব দ্রুত গতি বাড়াতে সক্ষম এর ইঞ্জিন।

০৭ ০৮
সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বাইকের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। এ মাসের মধ্যে শুরু হবে ডেলিভারিও।

সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বাইকের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। এ মাসের মধ্যে শুরু হবে ডেলিভারিও।

০৮ ০৮
উত্তরাখণ্ডের কাশীপুরে তৈরি হয়েছে এই বাইক তৈরির কারখানা। দেশের ৬০টি শহরে খোলা হয়েছে শো-রুমও।

উত্তরাখণ্ডের কাশীপুরে তৈরি হয়েছে এই বাইক তৈরির কারখানা। দেশের ৬০টি শহরে খোলা হয়েছে শো-রুমও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE