Advertisement
১৯ ডিসেম্বর ২০২৫
Top Bikes

এগুলিই কি চলতি বছর বাজারে আসা সেরা বাইক!

যাঁরা বাইক ভালবাসেন তাঁরা চারচাকায় লং ড্রাইভের প্রস্তাব অনায়াসে ফিরিয়ে দিতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৭-এ বাজারে আসা সেরা পাঁচটি বাইক সম্পর্কে কিছু তথ্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৩:২৯
Share: Save:
০১ ০৬
যাঁরা বাইক ভালবাসেন তাঁরা চারচাকায় লং ড্রাইভের প্রস্তাব অনায়াসে ফিরিয়ে দিতে পারেন। চলতি বছর বাজারে আসা একাধিক বাইকের মধ্যে থেকে আমরা বেছে নিলাম কয়েকটিকে। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৭-এ বাজারে আসা সেরা পাঁচটি বাইক সম্পর্কে কিছু তথ্য।

যাঁরা বাইক ভালবাসেন তাঁরা চারচাকায় লং ড্রাইভের প্রস্তাব অনায়াসে ফিরিয়ে দিতে পারেন। চলতি বছর বাজারে আসা একাধিক বাইকের মধ্যে থেকে আমরা বেছে নিলাম কয়েকটিকে। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৭-এ বাজারে আসা সেরা পাঁচটি বাইক সম্পর্কে কিছু তথ্য।

০২ ০৬
ইয়ামাহা এফ জেড-২৫: ২৫০ সিসি-র সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির লুক এক কথায় অসাধারণ। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ৬ গিয়ার বিশিষ্ট হাই পিকআপের এই বাইকটির দাম প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।

ইয়ামাহা এফ জেড-২৫: ২৫০ সিসি-র সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির লুক এক কথায় অসাধারণ। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ৬ গিয়ার বিশিষ্ট হাই পিকআপের এই বাইকটির দাম প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।

০৩ ০৬
কেটিএম ২৫০ ডুক: ২০১৭-এর গোড়ায় বাজারে লঞ্চ করে ২৪৯ সিসি-র এই বাইকটি। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। ৬ গিয়ার বিশিষ্ট সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম প্রায় ১ লক্ষ ৭৯ হাজার টাকা।

কেটিএম ২৫০ ডুক: ২০১৭-এর গোড়ায় বাজারে লঞ্চ করে ২৪৯ সিসি-র এই বাইকটি। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। ৬ গিয়ার বিশিষ্ট সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম প্রায় ১ লক্ষ ৭৯ হাজার টাকা।

০৪ ০৬
টিভিএস অ্যাপাচে আরআর ৩১০: ৩১২ সিসি-র এই বাইকটি ইতিমধ্যে পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে অসংখ্য বাইক-প্রেমীর। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। ৬ গিয়ার বিশিষ্ট এই বাইকটির দাম প্রায় ২ লক্ষ ১৫ হাজার টাকা।

টিভিএস অ্যাপাচে আরআর ৩১০: ৩১২ সিসি-র এই বাইকটি ইতিমধ্যে পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে অসংখ্য বাইক-প্রেমীর। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। ৬ গিয়ার বিশিষ্ট এই বাইকটির দাম প্রায় ২ লক্ষ ১৫ হাজার টাকা।

০৫ ০৬
কেটিএম ৩৯০ ডুক: ৩৭৩ সিসি-র এই বাইকটিতে রয়েছে ৬টি গিয়ার। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। এটির দাম প্রায় ২ লক্ষ ৩৬ হাজার টাকা।

কেটিএম ৩৯০ ডুক: ৩৭৩ সিসি-র এই বাইকটিতে রয়েছে ৬টি গিয়ার। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। এটির দাম প্রায় ২ লক্ষ ৩৬ হাজার টাকা।

০৬ ০৬
বেনিলি ৩০২ আর: ৩০০ সিসি-র এই বাইকটিতে রয়েছে ৬টি গিয়ার। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার। এটির দাম প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা।

বেনিলি ৩০২ আর: ৩০০ সিসি-র এই বাইকটিতে রয়েছে ৬টি গিয়ার। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার। এটির দাম প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy