Advertisement
১২ জানুয়ারি ২০২৬
Smartphone

ভিভো নিয়ে এল ‘নেক্স’, ফিচার ও দাম কত জেনে নিন

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৮:১৩
Share: Save:
০১ ০৬
একটার পর একটা ধামাকেদার ফোন নিয়ে আসছে ভিভো। সেই আকর্ষণীয় ফিচার। যা দেখেই ঝাঁপিয়ে পড়ছেন গ্রাহকরা। এ মাসেই ওয়াই ৭১ আই বাজারে এনেছে ভিভো। এ বার নিয়ে এল ‘নেক্স’। কী রয়েছে এই ফোনে দেখে নিন।

একটার পর একটা ধামাকেদার ফোন নিয়ে আসছে ভিভো। সেই আকর্ষণীয় ফিচার। যা দেখেই ঝাঁপিয়ে পড়ছেন গ্রাহকরা। এ মাসেই ওয়াই ৭১ আই বাজারে এনেছে ভিভো। এ বার নিয়ে এল ‘নেক্স’। কী রয়েছে এই ফোনে দেখে নিন।

০২ ০৬
গত ২১ জুলাই থেকে বিক্রি শুরু হয়েছে ভিভো নেক্স-এর। কিছু অফলাইন স্টোর এবং ভিভো স্টোর থেকে এই ফোন মিলবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২১ জুলাই থেকে বিক্রি শুরু হয়েছে ভিভো নেক্স-এর। কিছু অফলাইন স্টোর এবং ভিভো স্টোর থেকে এই ফোন মিলবে বলে জানিয়েছে সংস্থাটি।

০৩ ০৬
২৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনই ভারতের বাজারে ছেড়েছে ভিভো। ফোনের দাম ৪৪, ৯৯০ টাকা।

২৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনই ভারতের বাজারে ছেড়েছে ভিভো। ফোনের দাম ৪৪, ৯৯০ টাকা।

০৪ ০৬
নেক্স-এর মূল আকর্ষণ হল এজ টু এজ স্ক্রিন ডিসপ্লে। ৬.৫৯ ইঞ্চি স্ক্রিন। ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৯.৩:৯।

নেক্স-এর মূল আকর্ষণ হল এজ টু এজ স্ক্রিন ডিসপ্লে। ৬.৫৯ ইঞ্চি স্ক্রিন। ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৯.৩:৯।

০৫ ০৬
ডিসপ্লে ফুল এইচডি প্লাস (১০৮০x২৩১৬), সুপার অ্যামোলেড ‘আলট্রা ফুল ভিউ’। রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।

ডিসপ্লে ফুল এইচডি প্লাস (১০৮০x২৩১৬), সুপার অ্যামোলেড ‘আলট্রা ফুল ভিউ’। রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।

০৬ ০৬
নেক্স-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর ১২ এমপি। আছে অ্যাক্সিস অপটিক্যাল স্টেবিলাইজেশন এবং ৫ এমপি সেন্সর। একস্প্যান্ডেবল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের ওজন ১৯৯ গ্রাম।

নেক্স-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর ১২ এমপি। আছে অ্যাক্সিস অপটিক্যাল স্টেবিলাইজেশন এবং ৫ এমপি সেন্সর। একস্প্যান্ডেবল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের ওজন ১৯৯ গ্রাম।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy