Advertisement
২৫ এপ্রিল ২০২৪
LIfe style news

রেস্তোরাঁর লোগো কেন লাল-হলুদ রঙের হয় জানেন?

কখনও লক্ষ্য করেছেন আপনার পছন্দের রেস্তোরাঁর লোগোয় কী রং থাকে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ১৫:৪৮
Share: Save:
০১ ০৬
আমরা বেশিরভাগই ফাস্ট ফুড পছন্দ করি। কোন দোকানের বা কোন বিখ্যাত রেস্তোরাঁর কোন খাবারটা ভাল তা নিয়ে অনেক বেশি মাথা ঘামাই। কিন্তু কখনও লক্ষ্য করেছেন আপনার পছন্দের রেস্তোরাঁর লোগোয় কী রং থাকে?

আমরা বেশিরভাগই ফাস্ট ফুড পছন্দ করি। কোন দোকানের বা কোন বিখ্যাত রেস্তোরাঁর কোন খাবারটা ভাল তা নিয়ে অনেক বেশি মাথা ঘামাই। কিন্তু কখনও লক্ষ্য করেছেন আপনার পছন্দের রেস্তোরাঁর লোগোয় কী রং থাকে?

০২ ০৬
মাথায় ঘামাননি। তাই তো? দোকানের লোগোয় বেশিরভাগ ক্ষেত্রেই লাল-হলুদ রং থাকে।

মাথায় ঘামাননি। তাই তো? দোকানের লোগোয় বেশিরভাগ ক্ষেত্রেই লাল-হলুদ রং থাকে।

০৩ ০৬
ডোমিনোজ, ম্যাকডোনাল্ড, বার্গার কিঙ্গ, পিজা হাট, কেএফসি-র মতো বড় বড় দোকানগুলোর লোগোয় লাল এবং হলুদ রং থাকে। কিন্তু লাল বা হলুদ রং কেন থাকে? এই রঙের লোগো কেন বানায় সংস্থা?

ডোমিনোজ, ম্যাকডোনাল্ড, বার্গার কিঙ্গ, পিজা হাট, কেএফসি-র মতো বড় বড় দোকানগুলোর লোগোয় লাল এবং হলুদ রং থাকে। কিন্তু লাল বা হলুদ রং কেন থাকে? এই রঙের লোগো কেন বানায় সংস্থা?

০৪ ০৬
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর উত্তর লুকিয়ে রয়েছে মানুষের মনস্তত্বে। আর সে দিকটা বিচার করেই দেওয়া হয় এই রং।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর উত্তর লুকিয়ে রয়েছে মানুষের মনস্তত্বে। আর সে দিকটা বিচার করেই দেওয়া হয় এই রং।

০৫ ০৬
মানুষের মনের চরিত্র অনুসারে, লাল রং খিদে বাড়ায়। অর্থাৎ লাল রং দেখলেই খিদে পায়। আর হলুদ রং বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ভাললাগার অনুভূতিগুলো জাগিয়ে তোলে আমাদের মধ্যে।

মানুষের মনের চরিত্র অনুসারে, লাল রং খিদে বাড়ায়। অর্থাৎ লাল রং দেখলেই খিদে পায়। আর হলুদ রং বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ভাললাগার অনুভূতিগুলো জাগিয়ে তোলে আমাদের মধ্যে।

০৬ ০৬
এ বার বুঝতে পারছেন তো কেন রেস্তোরাঁগুলো লোগোয় লাল-হলুদ রং ব্যবহার করে?

এ বার বুঝতে পারছেন তো কেন রেস্তোরাঁগুলো লোগোয় লাল-হলুদ রং ব্যবহার করে?

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE