Advertisement
০৭ মে ২০২৪
Lifestyle

বিশ্বের অন্যতম সরু এই বাড়ির অন্দরমহল দেখলে চমকে উঠবেন

কথায় বলে মলাট দিয়ে বইয়ের গুণাগুণ বিচার করতে নেই। জাপানে এলে এই প্রবাদটির একেবারে হাতে গরম উদাহরণ মিলবে। একটি ছোট নদীর গা ঘেঁষে তৈরি এই বাড়িটি দেখলে প্রথমেই যে প্রশ্নটা মনে আসে, কোনও মানুষ কী ভাবে এই বাড়িতে থাকতে পারে? বাড়িটি বিশ্বের অন্যতম সরু বাড়ির তকমা পেয়েছে। একবার ঢুঁ মারবেন না কি সেই বাড়ির অন্দরে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২৯
Share: Save:
০১ ০৮
মিজুইশি আর্কিটেক্টস এই বাড়িটি তৈরি করেছে। তারাই নিলামে তোলে এই বাড়িটি।

মিজুইশি আর্কিটেক্টস এই বাড়িটি তৈরি করেছে। তারাই নিলামে তোলে এই বাড়িটি।

০২ ০৮
তবে বাড়িটি ঠিক কত দামে এবং কারা কিনেছিল তা জানাতে চায়নি ক্রেতা বা বিক্রেতা দু’জনেই।

তবে বাড়িটি ঠিক কত দামে এবং কারা কিনেছিল তা জানাতে চায়নি ক্রেতা বা বিক্রেতা দু’জনেই।

০৩ ০৮
নদী এবং রাস্তার মাঝখানে তৈরি এই বাড়িটির সর্বাধিক প্রস্থ মাত্র ৮ ফুট।

নদী এবং রাস্তার মাঝখানে তৈরি এই বাড়িটির সর্বাধিক প্রস্থ মাত্র ৮ ফুট।

০৪ ০৮
মোট ৫৯৪ বর্গফুটের প্রায় ত্রিভুজাকৃতি এই বাড়িটি দোতলা।

মোট ৫৯৪ বর্গফুটের প্রায় ত্রিভুজাকৃতি এই বাড়িটি দোতলা।

০৫ ০৮
এক তলায় রয়েছে বেডরুম, দোতলায় রান্নাঘর, লিভিং রুম।

এক তলায় রয়েছে বেডরুম, দোতলায় রান্নাঘর, লিভিং রুম।

০৬ ০৮
দেড় তলায় একটি ছোট প্লেরুমও রয়েছে। সেখানে ওঠার জন্য একটি ছোট মইয়ের ব্যবস্থা রয়েছে।

দেড় তলায় একটি ছোট প্লেরুমও রয়েছে। সেখানে ওঠার জন্য একটি ছোট মইয়ের ব্যবস্থা রয়েছে।

০৭ ০৮
বাড়ির ভিতরের সব দেওয়ালে সাদা রং করা হয়েছে। এর ফলে আলোর কোনও অভাব নেই বাড়িতে। সাদা রং বাড়িটিকে আরও বড় দেখায়।

বাড়ির ভিতরের সব দেওয়ালে সাদা রং করা হয়েছে। এর ফলে আলোর কোনও অভাব নেই বাড়িতে। সাদা রং বাড়িটিকে আরও বড় দেখায়।

০৮ ০৮
তিন কোণা বাড়িটির ইন্টিরিয়ার ডিজাইন এমন ভাবে করা হয়েছে, যাতে ফাঁকা জায়গার সর্বাধিক ব্যবহার করা যায়।

তিন কোণা বাড়িটির ইন্টিরিয়ার ডিজাইন এমন ভাবে করা হয়েছে, যাতে ফাঁকা জায়গার সর্বাধিক ব্যবহার করা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE