Advertisement
০৭ মে ২০২৪

বনগাঁয় নানা স্বাস্থ্য পরিষেবা

২০১৪-১৫ আর্থিক বর্ষে ন্যাশনাল আরবান হেলথ মিশন (এনইউএইচএম) কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে বনগাঁ পুরসভা। মঙ্গলবার দুপুরে পুরভবনে ওই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের সচেতন করতে শিবিরের আয়োজন করা হয়।

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ০২:২৭
Share: Save:

২০১৪-১৫ আর্থিক বর্ষে ন্যাশনাল আরবান হেলথ মিশন (এনইউএইচএম) কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে বনগাঁ পুরসভা। মঙ্গলবার দুপুরে পুরভবনে ওই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের সচেতন করতে শিবিরের আয়োজন করা হয়। যার উদ্বোধন করেন পুরপ্রধান শঙ্কর আঢ্য। পুরসভা সূত্রে জানানো হয়েছে, ওই প্রকল্পে পুর এলাকার দু’টি আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে আরও উন্নতমানের চিকিৎসা দেওয়া হবে। নিয়মিত অভিজ্ঞ চিকিৎসক বসবেন। প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও থাকছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন পুরপ্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE