Advertisement
২৭ এপ্রিল ২০২৪
অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়

রক্তের ‘গ্রুপ’ কার্ড পড়ুয়াদের

পড়ুয়াদের রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে কার্ড বানিয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সেই কার্ড পড়ুয়াদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে অভিভাবকদের কাছে। স্কুলের নথিতে প্রত্যেক পড়ুয়ার নাম-ঠিকানার পাশে লেখা পড়ুয়াদের রক্তের গ্রুপও। পড়ুয়াদের শেখানো হচ্ছে, কেন রক্তের গ্রুপ নির্ণয় করাটা জরুরি। ঝাড়গ্রামের বলরামডিহির অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশ্য এখানেই থেমে নেই। কিছু দিনের মধ্যে স্কুলে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির করারও চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। এই উদ্যোগের কারণে অনুপ্রাণিত হয়েছে শহরের আরও কয়েক’টি স্কুল।

স্কুলে পড়ুয়াদের কার্ড বিলি ।  ছবি: দেবরাজ ঘোষ।

স্কুলে পড়ুয়াদের কার্ড বিলি । ছবি: দেবরাজ ঘোষ।

কিংশুক গুপ্ত
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:২৫
Share: Save:

পড়ুয়াদের রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে কার্ড বানিয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সেই কার্ড পড়ুয়াদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে অভিভাবকদের কাছে। স্কুলের নথিতে প্রত্যেক পড়ুয়ার নাম-ঠিকানার পাশে লেখা পড়ুয়াদের রক্তের গ্রুপও। পড়ুয়াদের শেখানো হচ্ছে, কেন রক্তের গ্রুপ নির্ণয় করাটা জরুরি। ঝাড়গ্রামের বলরামডিহির অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের কর্তৃপক্ষ অবশ্য এখানেই থেমে নেই। কিছু দিনের মধ্যে স্কুলে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির করারও চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। এই উদ্যোগের কারণে অনুপ্রাণিত হয়েছে শহরের আরও কয়েক’টি স্কুল।

স্কুল-পড়ুয়াদের রক্তের গ্রুপ নির্ণয় করা হল কেন? অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি স্কুলের টিচার-ইনচার্জ সুস্মিতা ঘোষ মণ্ডলের জবাব, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুশ্রেণির এক খুদে পড়ুয়াকে দেখে কর্মসূচির সিদ্ধান্ত। অভিভাবকদের বোঝানো গিয়েছে, বিপদ হঠাৎ করেই আসে। রক্তের গ্রুপ আগাম জানলে অনেক সুবিধা হয়। কিছু দিন আগে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় স্কুলে রক্তের গ্রুপ নির্ণয় শিবির করা হয়। একশো পড়ুয়ার মধ্যে ৭৮ জন পড়ুয়ার রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড বানিয়েছি। দ্বিতীয় পর্যায়ে বাকিদেরও কার্ড করা হবে। তিনি বলেন, “কর্মসূচি সফল করতে আমরা অভিভাবকদের সহযোগিতা পেয়েছি। থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবিরও হবে।”

অরণ্যশহরের এই স্কুলে বেশির ভাগই নিম্ন আয়ের পরিবারের ছেলেমেয়েরা পড়ে। টিচার-ইনচার্জ সুস্মিতাদেবীর মতোই স্কুলের বাকি তিন শিক্ষক সুব্রতকুমার শিট, মহাবীর বেরা ও দীপক বেরা-র কাছে স্কুলই সব। তাঁদের কথায়, চলতি শিক্ষাবর্ষে শিশুশ্রেণিতে ভর্তির পরে বছর পাঁচেকের এক ছাত্র প্রতি মাসে দু’তিন দিন অনুপস্থিত থাকত। পরে জানা যায়, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুটি। রক্ত নেওয়ার জন্য মাসের দু’তিনটে দিন স্কুলে আসতে পারে না ও।

তা জেনে শিক্ষকদের মনে হয়, এ বিষয়ে অন্য পড়ুয়াদের অভিভাবকদের সচেতন করাটা জরুরি। এ জন্য অভিভাবকদের সভা ডাকা হয় স্কুলে। সভায় বিষয়টি ব্যাখ্যা করেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের কথায়, তখন দেখা যায়, রক্তের গ্রুপ পরীক্ষায় সিংহভাগ অভিভাবক সচেতন নন। স্কুল সূত্রে জানা গিয়েছে, তারপরেই গত ২০ অগস্ট রক্তের গ্রুপ নির্ণয় শিবির হয়। ওই দিন ৭৮ জন পড়ুয়ার রক্তের গ্রুপ নির্ণয় হয়। বাকিরা অসুস্থতা-সহ পারিবারিক নানা কারণে অনুপস্থিত থাকায় তাদের পরে রক্তের গ্রুপ নির্ণয় হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

ওই শিবিরের দিনে শিক্ষক-শিক্ষিকাদের খরচে পড়ুয়াদের মিড ডে মিলে মাংস খাওয়ানো হয়। শিক্ষক-শিক্ষিকারা নিজেদের খরচে স্কুলের নাম লেখা কার্ডও ছাপিয়েছেন। তাতে পড়ুয়ার নাম, কোন শ্রেণিতে পড়ে এবং পড়ুয়ার রক্তের গ্রুপ কী তা লেখা হয়েছে। প্রথম শ্রেণির পড়ুয়া প্রতিমা বেরার রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ’। তৃতীয় শ্রেণির হৈমন্তী পাণ্ডার গ্রুপ ‘এ নেগেটিভ’। অভিভাবকেরা মানছেন, শিবির করাতেই জানা গিয়েছে, ওই দু’টি গ্রুপের রক্ত সহজে মেলে না। অভিভাবক সোমা কর, হরিপদ মল্লিকেরা বলছেন, “বিষয়টি জেনে আমরাও গ্রুপ নির্ণয় করিয়েছি।”

দোতলা এই স্কুল বাড়িটির প্রতিটি শ্রেণি কক্ষেই সিলিং ফ্যান লাগানো হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনুদানে স্কুলে বৈদ্যুতিক পানীয় জল পরিস্রুত করার যন্ত্র বসেছে। শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারাই প্রতিদিন স্কুল চত্বর পরিষ্কার করেন।

এই প্রসঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নীহাররঞ্জন ঘোষ বলেন, “স্কুল কর্তৃপক্ষের উদ্যোগ প্রশংসনীয় এবং অবশ্যই দৃষ্টান্তযোগ্য। তা দেখে অন্য কয়েকটি স্কুলও রক্ত নির্ণয় শিবিরে উদ্যোগী হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kingshuk gupta jhargram blood group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE