Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National news

‘জয় হয়েছে উন্নয়নের রাজনীতির, হেরেছে পরিবারতন্ত্র, জাতপাত’

অমিত বলেন, ‘‘গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটাররা প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতিকেই সাবাশি জানিয়েছেন। জয় হয়েছে দুর্নীতিমুক্ত রাজনীতির। ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, পরিবারতন্ত্র, জাতপাত আর তোষণের রাজনীতিতে তাঁদের কোনও ভরসা নেই।’’

বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি-র সদর দফতরে সাংবাদিক সম্মেলনে। সোমবার, দিল্লিতে।

বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি-র সদর দফতরে সাংবাদিক সম্মেলনে। সোমবার, দিল্লিতে।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৫০
Share: Save:

জয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতির। পরাজয় হয়েছে পরিবারতন্ত্র, জাতপাত আর তোষণের রাজনীতির।

গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর এই প্রতিক্রিয়া বিজেপি সভাপতি অমিত শাহের। সোমবার দিল্লিতে বিজেপি-র সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে অমিত বলেন, ‘‘গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটাররা প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতিকেই সাবাশি জানিয়েছেন। জয় হয়েছে দুর্নীতিমুক্ত রাজনীতির। ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, পরিবারতন্ত্র, জাতপাত আর তোষণের রাজনীতিতে তাঁদের কোনও ভরসা নেই।’’

বিজেপি সভাপতির বক্তব্য, ভোটের প্রচারে এ বার জাতপাতকে ব্যবহার করা হয়েছিল। কুৎসা রটানো হয়েছিল প্রধানমন্ত্রীর নামে। আউটসোর্সিং করে (পড়ুন, হার্দিক পটেল, জিগনেস মেওয়ানি ও অল্পেশ ঠাকোরের মতো নেতাদের ব্যবহার করে) ভোটে জেতার চেষ্টা করেছিল কংগ্রেস। তার পরেও গুজরাতে টানা ২২ বছর ক্ষমতাসীন বিজেপি-র ভোটের হার ১.২৫ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন- গুজরাত থেকে হিমাচল, কে জিতলেন, কে হারলেন​

আরও পড়ুন- দুই রাজ্যেই জয় বিজেপির, কার কী প্রতিক্রিয়া?​

আগামী বছরে কর্নাটক, রাজস্থান সহ যে ৪ রাজ্যের বিধানসভা ভোট হবে, তার ওপরেও গুজরাত, হিমাচলের প্রভাব থাকবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE