Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আরও এক জোড়া মৈত্রী এক্সপ্রেস

যাত্রী বাড়েনি। তবুও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস আরও এক জোড়া বাড়নো হল। ট্রেন বাড়ানোর জেরে সম্পর্ক আরও সুদৃ়ঢ় হবে বলে মনে করছে দু’দেশের বিদেশ মন্ত্রক। ৩ জানুয়ারি থেকে নতুন নির্দেশ কার্যকর হবে বলে রেলকর্তারা জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৯
Share: Save:

যাত্রী বাড়েনি। তবুও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস আরও এক জোড়া বাড়নো হল। ট্রেন বাড়ানোর জেরে সম্পর্ক আরও সুদৃ়ঢ় হবে বলে মনে করছে দু’দেশের বিদেশ মন্ত্রক। ৩ জানুয়ারি থেকে নতুন নির্দেশ কার্যকর হবে বলে রেলকর্তারা জানিয়েছেন।

পূর্ব রেল সূত্রের খবর, এত দিন সপ্তাহে দু’টি ট্রেন কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকা যেত। একই ভাবে ও দেশ থেকেও দু’টি ট্রেন কলকাতায় আসত। এ বার থেকে সপ্তাহে তিনটি করে ট্রেন ঢাকা যাবে। একই ভাবে ঢাকা থেকেও ফিরতি পথে তিনটি ট্রেন এ দেশে আসবে।

কলকাতা স্টেশন থেকে পূর্ব সময়সূচি মেনেই মঙ্গল, শনি ও রবিবার ট্রেন ছাড়বে। ঢাকা থেকে ছাড়বে সোম, বুধ ও শুক্রবার। তিনটি ট্রেনেই প্যান্ট্রিকার থাকছে। তবে এখন থেকে ইঞ্জিন বদল করার সময়ও লাগছে না। যে দেশ থেকে মৈত্রী ছাড়বে সেখানকার ইঞ্জিনই সমস্ত পথ পাড়ি দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maitree express bangladesh india indian railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE