Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তেলঙ্গানায় এক সঙ্গে সভা রাহুল-চন্দ্রবাবুর

তেলুগু দেশমের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, আগামী দু’দিন রাহুল তেলঙ্গানায় থাকবেন এবং সেখানে রাহুল ও চন্দ্রবাবুর যৌথ কর্মসূচি চূড়ান্ত হয়েছে।

চন্দ্রবাবু ও রাহুল। পিটিআই

চন্দ্রবাবু ও রাহুল। পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৪:৪২
Share: Save:

তেলঙ্গানার বিধানসভা নির্বাচন উপলক্ষে এক সঙ্গে সভা করার সিদ্ধান্ত নিলেন রাহুল গাঁধী ও চন্দ্রবাবু নায়ডু। করবেন যৌথ রোড শো-ও। তেলুগু দেশমের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, আগামী দু’দিন রাহুল তেলঙ্গানায় থাকবেন এবং সেখানে রাহুল ও চন্দ্রবাবুর যৌথ কর্মসূচি চূড়ান্ত হয়েছে। তেলঙ্গানাতেই প্রথম বার চন্দ্রবাবুর সঙ্গে ভোট মঞ্চে দেখা যাবে রাহুল গাঁধীকে।
লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে মজবুত চেহারা দিতে এক মাসেরও বেশি সময় ধরে সক্রিয় চন্দ্রবাবু। চলতি মাসেই দিল্লি এসে রাহুলের তুঘলক রোডের বাড়িতে দেখা করেন তিনি। তার পর থেকে রাহুলকে কার্যত বিরোধী জোটের প্রধান মুখ হিসেবে তুলে ধরতে সক্রিয় টিডিপি প্রধান। দিল্লির সেই বৈঠকের পরেই তেলঙ্গানা বিধানসভা ভোটে কংগ্রেস-টিডিপি সমঝোতা চূড়ান্ত হয়। বিধানসভা নির্বাচন থেকেই ওই রাজ্যে লোকসভার সলতে পাকানোর কাজ শুরু করে দিতে চাইছেন চন্দ্রবাবু।
ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ কোনও জায়গাতেই বিরোধী নেতাদের সঙ্গে এখনও এক মঞ্চে দেখা যায়নি রাহুলকে। মায়াবতীর সঙ্গে সমঝোতার কথা এগিয়েও ভেস্তে গিয়েছে। সে দিক থেকে লোকসভার আগে প্রথম বিরোধী জোটের ছবি ফুটে উঠতে চলেছে তেলঙ্গানায়। অরুণ জেটলির কটাক্ষ, ‘‘চন্দ্রবাবু মনে রাখুন, গাঁধী পরিবারের কথা না শুনলে সেই নেতাকে ছুঁড়ে ফেলা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE