Advertisement
২৬ এপ্রিল ২০২৪

খোঁজ মিলল রাধে মা-র, মূর্ছা গেলেন প্রশ্নবাণে

তাঁর খোঁজে টানা দু’দিন ধরে তোলপাড় ছিল সারা দেশে। তাঁর নিজস্ব ফেসবুক পেজ অথবা সাইট থেকেও মিলছিল না তাঁর খোঁজ। অবশেষে শনিবার সকালে ‘উদয়’ হলেন তিনি। হলেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটি হোটেলে। সকলের সামনে দেখা দিলেন স্বঘোষিত ধর্মগুরু মমতাময়ী রাধে মা।

মূর্ছিত রাধে মা। ছবি: টুইটার।

মূর্ছিত রাধে মা। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ১৮:৩৬
Share: Save:

তাঁর খোঁজে টানা দু’দিন ধরে তোলপাড় ছিল সারা দেশে। তাঁর নিজস্ব ফেসবুক পেজ অথবা সাইট থেকেও মিলছিল না তাঁর খোঁজ। অবশেষে শনিবার সকালে ‘উদয়’ হলেন তিনি। হলেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটি হোটেলে। সকলের সামনে দেখা দিলেন স্বঘোষিত ধর্মগুরু মমতাময়ী রাধে মা। তবে ফিরেও স্বমহিমায় রাধে মা! সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নের সামনে হঠাত্ই জ্ঞান হারিয়ে ফেললেন বিতর্কিত এই গুরু মা। জ্ঞান ফিরলে শুধুমাত্র বলতে পারলেন, ‘ভগবানই সব কিছুর বিচার করবেন।’ তাঁর ভক্তদের অভিযোগ, রাধে মা ‘ওয়ান্টেড’ নন, তা সত্ত্বেও সংবাদমাধ্যম রাধে মাকে বড় বেশি বিরক্ত করছে।
গুজব ওঠে ঔরঙ্গাবাদের হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছেন রাধে মা। শনিবার সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘণ্টা খানেক ধরে চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব। তবে কী কথা বলেছেন এই ধর্মগুরু, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।

হোটেলের বাইরে গুরু মা-র অপেক্ষায় ছিলেন সাংবাদিকেরা। স্বাভাবিক ভাবেই ছিল চোখা চোখা প্রশ্ন। কেন তাঁকে মিনি স্কার্টে ওই রকম ভঙ্গিমায় দেখা গেল—এই সব প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়েন বিতর্কিত এই গুরু মা। এক সময় কেঁদে ফেলেন তিনি। তার পর একে বারে অজ্ঞান হয়ে যান তিনি। জ্ঞান ফিরলে ভক্তদের নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান রাধে মা।


রাধে মা-র স্বল্প পোশাকে এই সব ছবি ঘিরেই ওঠে বিতর্কের ঝড়

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সেদিন রাধে মা-র কয়েকটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে আপ করেন রাহুল মহাজন। ছবিতে মিনি স্কার্ট পরা স্বল্প পোশাকে লাস্যময়ী ভঙ্গিমায় দেখতে পাওয়া যায় রাধে মাকে। সানি লিওনের ভক্ত রাধে মা-র ছবি দেখে চক্ষু চড়কগাছ ভক্তকুলের। সোশ্যাল মিডিয়ায় ‘হট অ্যান্ড সেক্সি’ রাধে মাকে দেখে মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাহুল মহাজনের টুইটার অ্যাকাউন্টটি। এর পর শুক্রবার নতুন এক বিতর্কে জড়ান এই গুরু মা।
রাধে মা-র বিরুদ্ধে পণ চেয়ে প্ররোচণার অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের এক গৃহবধু। ওই গৃহবধুকে সাহায্য করার জন্য পঞ্জাবের বাসিন্দা সুরেন্দ্র মিত্তল নামে এক ব্যক্তিকে ফোনে হুমকি এবং হেনস্থার অভিযোগ ওঠে রাধে মা-র বিরুদ্ধে। শুক্রবার মুম্বই পুলিশের কাছে রাধে মা-র বিরুদ্ধে হেনস্থা এবং ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেন ওই ব্যক্তি। প্রমাণ হিসেবে তিনি একটি অডিও টেপ পুলিশের কাছে জমা দেন। টেপের আওয়াজের সঙ্গে হুবহু মিলে যায় রাধে মা-র গলা। এর পরই রাধে মা-র খোঁজে তাঁর মুম্বইয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্ত সেখানে দেখা মেলেনি এই গুরু মা-র। এর পর মুম্বই নয় মহারাষ্ট্রেরই অন্য এক শহর থেকেই খোঁজ মিলল বিতর্কিত এই গুরু মা-র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE