Advertisement
০৮ মে ২০২৪

আঙ্কোর ভাটের আদলে মন্দির বিহারে, ক্ষুব্ধ কম্বোডিয়া

আঙ্কোর ভাটের হুবহু নকল করে বিহারে মন্দির গড়া হচ্ছে বলে অভিযোগ করল কম্বোডিয়া। এই মর্মে ভারতকে কড়া বার্তাও দিয়েছে কম্বোডিয়ার বিদেশ মন্ত্রক। মন্দিরের নির্মাণকাজ এখনই বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়। কম্বোডিয়ার অভিযোগ, বিহারের ‘বিরাট রামায়ণ মন্দির’ আসলে আঙ্কোর ভাট মন্দিরেরই প্রতিরূপ। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে মন্দির নির্মাণকারী মহাবীর মন্দির ট্রাস্ট।

আঙ্কোর ভাট মন্দির। ছবি: এএফপি।

আঙ্কোর ভাট মন্দির। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ১৮:৪৮
Share: Save:

আঙ্কোর ভাটের হুবহু নকল করে বিহারে মন্দির গড়া হচ্ছে বলে অভিযোগ করল কম্বোডিয়া। এই মর্মে ভারতকে কড়া বার্তাও দিয়েছে কম্বোডিয়ার বিদেশ মন্ত্রক। মন্দিরের নির্মাণকাজ এখনই বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়। কম্বোডিয়ার অভিযোগ, বিহারের ‘বিরাট রামায়ণ মন্দির’ আসলে আঙ্কোর ভাট মন্দিরেরই প্রতিরূপ। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে মন্দির নির্মাণকারী মহাবীর মন্দির ট্রাস্ট।

ট্রাস্টের সচিব কিশোর কুণাল কিশোরের দাবি, এটা হুবহু নকল নয়। সম্প্রতি কম্বোডিয়ার এক জন কূটনীতিক এখানে এসেছিলেন। তিনিও জানিয়েছিলেন, আঙ্কোর ভাটের সঙ্গে এই মন্দিরের কেবলমাত্র ৬০ শতাংশ মিল রয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে সরকারি ভাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে ট্রাস্টকে কিছু জানানো হয়নি।

পটনার প্রায় একশো কিলোমিটার দূরে গড়ে উঠছে ‘বিরাট রামায়ণ মন্দির’। উত্তর-পূর্ব বিহারে ওই মন্দিরের নির্মাণকাজে খরচ হবে প্রায় পাঁচশো কোটি টাকা। কম্বোডিয়া সরকারের ওই বার্তায় বলা হয়েছে, “কম্বোডিয়া সরকার মনে করে, বাণিজ্যিক মুনাফা তোলার জন্যই বিহারে আঙ্কোর ভাটের প্রতিরূপটি তৈরি হচ্ছে। যা বিশ্বের ঐতিহ্যবাহী একটি স্থানের মহিমাকে নষ্ট করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ankorbhat bihar Cambodia India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE