Advertisement
২৬ এপ্রিল ২০২৪

cbi-arrested-close-aide-of-rakesh-asthana-dsp-devender-kumar-in-bribery-case-dgtl-

পদমর্যাদার বিচারে সিবিআইয়ের দু’নম্বর রাকেশ আস্থানা। —ফাইল চিত্র।

পদমর্যাদার বিচারে সিবিআইয়ের দু’নম্বর রাকেশ আস্থানা। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৯:৩৯
Share: Save:

রাকেশ আস্থানা ঘুষকাণ্ডে নয়া মোড়। গ্রেফতার করা হল আস্থানা-ঘনিষ্ঠ ডিএসপি দেবেন্দ্র কুমার। সোমবার তাঁর গ্রেফতারির পর আরও বিপাকে পড়লেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-এর দু’নম্বর আস্থানা। কারণ সিবিআইয়ের অভিযোগ, আস্থানার পরিকল্পনাতেই মিথ্যে বয়ান দিয়েছেন দেবেন্দ্র কুমার।

সিবিআই সূত্রে খবর, ঘুষ নেওয়ার অভিযোগে রবিবার, ২১ অক্টোবর রাকেশ আস্থানা, দেবেন্দ্র কুমার-সহ চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্য দেবেন্দ্র কুমারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। আস্থানা-সহ বাকি তিন জনের বিরুদ্ধেও ওই একই ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে সিবিআই।

আরও পড়ুন
গৃহযুদ্ধে সিবিআই, আস্থানার নামে এফআইআর

নয়াদিল্লির সিবিআইয়ের এসি-৩ শাখার পুলিশ সুপার এস এস গ্রাম জানিয়েছেন, রাকেশ আস্থানা, দেবেন্দ্র কুমার ছাড়া ওই এফআইআরে মনোজ প্রসাদ, সোমেশ প্রসাদ এবং অন্যান্য সরকারি আধিকারিকের নাম রয়েছে।

এর আগেই মইন কুরেশি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে বিদ্ধ সিবিআইয়ের সেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা। পদমর্যাদার বিচারে ওই সংস্থায় দু’নম্বরে রয়েছেন তিনি। গত ১৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে সিবিআই। তাতে অভিযোগ করা হয়েছে, মাংস ব্যবসায়ী মইন কুরেশির কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নিয়েছেন আস্থানা। ২০১৭-র একটি মামলায় জড়িত সতীশ সানা নামে হায়দরাবাদের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৎপর হয় সিবিআই।

আরও পড়ুন
মন্দির বন্ধের শেষ দিনেও উত্তেজনা শবরীমালায়

অন্য দিকে, গত ৪ অক্টোবর ম্যাজিস্ট্রেটের কাছে একটি বয়ানে সানা সতীশ দাবি করেন, ওই মামলায় যাতে তাঁকে না জড়ানো হয় তার জন্য রাকেশ আস্থানা, মনোজ প্রসাদ এবং মনোজের আত্মীয় সোমেশ শ্রীবাস্তবকে তিন কোটি টাকা ঘুষ দিয়েছেন। গোটা বিষয়ে মধ্যস্থতাকারী মনোজকে এর আগেই গ্রেফতার করেছেন গোয়েন্দারা।

ঘুষকাণ্ডে অলোক বর্মার বিরুদ্ধে পাল্টা দাবি করেছে আস্থানা শিবির। তাদের পক্ষের দাবি, গত অগস্টে অলোক বর্মার নামে ১০টি দুর্নীতির অভিযোগ জানিয়ে ক্যাবিনেট সচিবের কাছে একটি চিঠি দিয়েছিলেন আস্থানা। সেখানে তাঁর অভিযোগ ছিল, মইন কুরেশি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য অলোককে ২ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন সতীশ সানা।

আসল সত্যিটা যা-ই হোক, গোটা ঘটনায় প্রকাশ্য চলে এসেছে সিবিআইয়ের অন্দরের লড়াই। আপাতত সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা শিবিরের লড়াইয়ে সরগরম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE