Advertisement
১১ মে ২০২৪
National News

বার্ষিক আয় ৮ লক্ষের কম হলেই সংরক্ষণ পাবেন ওবিসিরা

ওবিসি সম্প্রদায়ভুক্তদের মধ্যে আরও বেশি সংখ্যক মানুষ যাতে সংরক্ষণের সুবিধা পান, তার জন্য ‘ক্রিমি লেয়ার’-এর সীমা বদলাল কেন্দ্র।

জেটলির ঘোষণা হাসি ফোটাবে ওবিসি সম্প্রদায়ভুক্ত অনেকের মুখেই। ছবি: পিটিআই।

জেটলির ঘোষণা হাসি ফোটাবে ওবিসি সম্প্রদায়ভুক্ত অনেকের মুখেই। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ২৩:২০
Share: Save:

আরও বেশি সংখ্যক মানুষকে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি সংরক্ষণের আওতায় আনতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ‘ক্রিমি লেয়ার’ অর্থাৎ অবস্থাপন্ন অংশের সীমা বদলে দেওয়া হল ওবিসি-দের জন্য। বছরে অন্তত ৮ লক্ষ টাকা আয় যাঁদের, এখন থেকে তাঁদেরই অবস্থাপন্ন বলে ধরা হবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওবিসি সম্প্রদায়ভুক্তদের মধ্যে যাঁদের আয় বার্ষিক ৮ লক্ষ টাকার কম, তাঁরা সকলে সংরক্ষণের সুবিধা পাবেন বলে জেটলি বুধবার জানিয়েছেন।

আরও পড়ুন: ইস্তফা দিতে চাইলেন রেলমন্ত্রী, মোদী বললেন অপেক্ষা করতে

আরও পড়ুন: সেপ্টেম্বরেই বাজারে আসছে ২০০ টাকার নোট

তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিরা যেমন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে সংরক্ষণ পান, ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায়গুলিও তেমনই সংরক্ষণ পান। কিন্তু ওবিসি সম্প্রদায়ভুক্তদের মধ্যে যাঁদের আয় বছরে ৬ লক্ষ টাকা বা তার বেশি ছিল, এত দিন তাঁদেরকে ‘ক্রিমি লেয়ার’-এর অংশ বলে ধরা হত। তাঁরা সংরক্ষণের সুযোগ পেতেন না। সেই সীমা এ বার বেড়ে ৮ লক্ষ হওয়ায়, আগের চেয়ে অনেক বেশি মানুষ ওবিসি সংরক্ষণের সুযোগ পাবেন বলে সরকার মনে করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE