Advertisement
২৬ এপ্রিল ২০২৪

৪ এপ্রিল থেকে ৫ মে, কার্যত সাত দফায় ভোট বাংলায়, ফল ১৯ মে

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন। চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ১৫:০৩
Share: Save:

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন। চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জইদি। শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন তিনি:

• ১৯ মে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ফল ঘোষণা হবে।

• পশ্চিমবঙ্গে ছয় দফায় ভোটগ্রহণ হবে।

• প্রথম দফার ভোটগ্রহণ ৪ এপ্রিল। ভোট নেওয়া হবে ১৮টি কেন্দ্রে। মূলত মাওবাদী প্রভাবিত এলাকায় সে দিন ভোট হবে।

• প্রথম দফার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ ১১ এপ্রিল। সে দিন ভোট নেওয়া হবে ৩১টি কেন্দ্রে।

• দ্বিতীয় দফার ভোট হবে ১৭ এপ্রিল ৫৬টি কেন্দ্রে।

• পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট হবে ২১ এপ্রিল ৬২টি বিধানসভা কেন্দ্রে।

• পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট ২৫ এপ্রিল ৪৯টি বিধানসভা কেন্দ্রে।

• পঞ্চম দফার ভোট হবে ৩০ এপ্রিল। সে দিন ভোট নেওয়া হবে ৫৩টি কেন্দ্রে।

• পশ্চিমবঙ্গে ষষ্ঠ তথা শেষ দফার ভোট হবে ৫ মে। ভোট নেওয়া হবে ২৫টি কেন্দ্রে।

আরও পড়ুন:

এ রাজ্যে কোথায়, কবে ভোট?

দেখে নিন তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা

• অসমে দু’দফায় ভোট গ্রহণ হবে।

• অসমে প্রথম দফার ভোট হবে ৪ এপ্রিল। সে দিন ৬৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

• অসমে দ্বিতীয় দফার ভোট হবে ১১ এপ্রিল। সে দিন ৬১টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

• কেরল, তামিলনাড়ু এবং পুডুচেরিতে এক দফাতেই ভোট গ্রহণ। ১৬ মে ওই তিন রাজ্যে ভোট নেওয়া হবে।

• পাঁচ রাজ্যের আমলা এবং পদস্থ সরকারি কর্তারা আজ থেকেই নির্বাচন কমিশনের ্অধীনে কাজ করবেন। তাঁরা প্রত্যেকেই নিরপেক্ষ ভাবে কাজ করবেন বলে নির্বাচন কমিশন আশা করছে।

• টাকা দিয়ে ভোট কেনা ঠেকাতে বিশেষ নজরদারি চালাবে নির্বাচন কমিশন।

• পশ্চিমবঙ্গ এবং অসমে সব ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

• বাহুবলী এবং ভোট লুঠেরাদের হাত থেকে ভোটারদের রক্ষা করতেই এই ব্যবস্থা।

• ভোটযন্ত্রে নোটা বোতামের জন্যও এবার বিশেষ প্রতীক থাকছে।

• বৈদ্যুতিক ভোটযন্ত্র বা ইভিএমে সব প্রার্থীদের ছবি থাকবে।

রাজ্য মোট আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত

কেরল ১৪০ ১৪ ০২

তামিলনাড়ু ২৩৪ ৪৪ ০২

পশ্চিমবঙ্গ ২৯৪ ৬৮ ১৬

পুডুচেরি ৩০ ০৫ -

অসম ১২৬ ০৮ ১৬

• পশ্চিমবঙ্গে ৭৭২৪৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে। কেরলে ২১০০০, তামিলনাড়ুতে ৬৫০০০, অসমে ২৫০০০ এবং পুডুচেরিতে ১০০০-এর কাছাকাছি ভোটকেন্দ্র থাকছে।

• সব ভোটকেন্দ্র একতলায় হবে। কিছু কিছু এলাকায় শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা ভোটকেন্দ্র থাকবে।

• সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়েই ভোট দিতে যেতে হবে। ভোটারদের ভোটগ্রহণের তারিখের অন্তত পাঁচ দিন আগে নির্বাচন কমিশন ভোটার স্লিপ দিয়ে দেবে। তবে শুধু পরিচয়পত্র থাকলেই হবে না, ভোটার তালিকায় নাম থাকাও জরুরি। তাই সব ভোটারকে কমিশনের পরামর্শ, তালিকায় নাম রয়েছে কি না আগে থেকে দেখে নিন।

• পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে নির্বাচন হবে। অসমে ১২৬, তামিলনাড়ুতে ২৩৪, করলে ১৪০ এবং পুডুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

• আজ শুক্রবার থেকেই পাঁচ রাজ্যে লাগু হচ্ছে আদর্শ আচরণবিধি।

• অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরিতে বিধানসভা নির্বাচন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE