Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তথাগতের মন্তব্যের কড়া নিন্দা রাজনাথের

রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিংহ স্পষ্ট ভাবে জানিয়ে দেন, তিনি বা দল কেউই তথাগতের মন্তব্যের সঙ্গে সহমত নন। 

তথাগত রায়। ফাইল চিত্র।

তথাগত রায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৮
Share: Save:

পুলওয়ামা কাণ্ডের পরে কাশ্মীরিদের বয়কটের ডাক দিয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। আজ সরকারের একেবারে শীর্ষ স্তর থেকে নিন্দা করে বুঝিয়ে দেওয়া হল, তথাগতের মন্তব্যকে কোনও ভাবেই সমর্থন করছে না সরকার। গতকাল এ নিয়ে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিংহ স্পষ্ট ভাবে জানিয়ে দেন, তিনি বা দল কেউই তথাগতের মন্তব্যের সঙ্গে সহমত নন।

পুলওয়ামা হামলার পরে টুইট করে কাশ্মীরিদের বয়কটের ডাক দিয়েছিলেন তথাগত। উপত্যকার মানুষের উপর অর্থনৈতিক অবরোধ জারি করে তাদের ভাতে মারার পক্ষে সওয়াল করেন রাজ্যপাল। তাঁর পরামর্শ ছিল, এক দিকে কাশ্মীরি ব্যবসায়ীদের বর্জন করা হোক। অন্য দিকে, আগামী কয়েক বছর কাশ্মীর ভ্রমণ কিংবা অমরনাথ যাত্রা বন্ধ রাখুন দেশের বাকি অংশের নাগরিকেরা। স্বভাবতই রাজ্যপালের মতো পদে বসে এ ধাঁচের বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। সরব হন বিরোধী নেতারা। এ ধরনের মন্তব্যে বিচ্ছিন্নতাবাদ আরও বৃদ্ধি পাবে ওই আশঙ্কায় মুখ খুলতে বাধ্য হন বিজেপি নেতৃত্ব। তাই গতকাল রবিশঙ্কর প্রসাদের মতোই আজ রাজনাথ সিংহ সমালোচনা করে বলেন, ‘‘ওই ধরনের মন্তব্য কোনও ভাবেই সমর্থন করা যায় না। দল বা সরকার ওই মন্তব্যের সঙ্গে আদপেই সহমত নয়।’’

এ ধরনের বেফাঁস মন্তব্য আগেও করেছেন তথাগত। রাজ্যপাল হিসেবেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। এই ধরনের কথাবার্তার পরেও কেন তাঁকে রাজ্যপালের পদ থেকে সরানো হচ্ছে না, সেই প্রশ্নের জবাব অবশ্য দেননি কোনও বিজেপি নেতাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Rajnath Singh Tathagata Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE