Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোদীকে প্রশ্ন, টুইটার ‘গায়েব’ ইন্দুলেখার!

নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রতিবাদীদের পোশাক দেখলেই চেনা যায়।

ইন্দুলেখার সেই টুইট।

ইন্দুলেখার সেই টুইট।

সংবাদ সংস্থা
কোচি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০০
Share: Save:

হিজাব পরে সিএএ ও এনআরসির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শিরোনামে এসেছিলেন। কোচির বাসিন্দা এবং এর্নাকুলামের সরকারি ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ইন্দুলেখা পরদানের ছবি ভাইরাল হয়েছিল দিন কয়েক আগেই। হিজাব পরা সেই ছবিতে তাঁর হাতে ধরা ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা, ‘‘মি.মোদী, আমি ইন্দুলেখা। আমার পোশাক দেখে আমায় চিনতে পারছেন?’’

তার আগেই নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রতিবাদীদের পোশাক দেখলেই চেনা যায়। প্রধানমন্ত্রীর ইঙ্গিত বুঝতে অসুবিধে হয়নি। মুসলিম না হয়েও তাই হিজাব পরে ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলেন ইন্দুলেখা।

তবে তাঁর বাবা-মা চিন্তায় ছিলেন তাঁকে নিয়ে। আজ সকালে ইন্দুলেখা ফের মোদীর উদ্দেশে টুইট করেন। তিনি লেখেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী, আপনার বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের কী হল? ভারতের নাগরিক হিসেবে প্রতিবাদ করা আমার গণতান্ত্রিক অধিকার। তার জন্য আপনার আইটি সেলের সদস্যদের হাতে আমায় হেনস্থা হতে হচ্ছে।’’ এই টুইট পোস্ট হয়েছিল আজ সকাল ৮টা নাগাদ। তারপরে দিন গড়াতেই ইন্দুলেখার টুইটার অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE