Advertisement
০৪ মে ২০২৪

মোদীর দেওয়া প্রতিশ্রুতি এবং বাস্তব

বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হবে শীঘ্রই। কিন্তু ২০১৪-র প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে।এনএসএসও-র সমীক্ষা, সিএমআইই-র রিপোর্ট মোদী জমানায় কর্মসংস্থান নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছে, মুদ্রা যোজনা ও স্টার্ট-আপ ইন্ডিয়ার মতো প্রকল্প নিয়ে প্রশ্ন

প্রেমাংশু চৌধুরী
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৪:০৩
Share: Save:

• বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানো হবে

• নোট বাতিল হয়েছে, ২০১৫-য় কালো টাকা ও বেআইনি বিদেশি সম্পত্তির উপরে যে কর আইন চাপানো হয়েছে, তার সাফল্য নিয়ে প্রশ্ন

• সংবিধানের কাঠামোর মধ্যে অযোধ্যায় রামমন্দির তৈরির সব বিকল্প দেখা হবে

• সরকার বিশেষ পদক্ষেপ করেনি, সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যস্থতা চলছে

• কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ, গ্রাম ও শহরে চাকরির সুযোগ তৈরি হবে, স্বরোজগারে উৎসাহ

• এনএসএসও-র সমীক্ষা, সিএমআইই-র রিপোর্ট মোদী জমানায় কর্মসংস্থান নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছে, মুদ্রা যোজনা ও স্টার্ট-আপ ইন্ডিয়ার মতো প্রকল্প নিয়ে প্রশ্ন

• লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করা হবে

• খাতায়-কলমে কোনও কাজ হয়নি

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

• শক্ত হাতে সন্ত্রাসের মোকাবিলা, এনআইএ-র ভূমিকা জোরদার করা, সন্ত্রাসের মামলায় দ্রুত বিচার

• মোদী জমানায় কাশ্মীরে হিংসা, সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখানোর ঘটনা বেড়েছে, উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলা, তার জবাবে সার্জিকাল স্ট্রাইক, বালাকোটে হানা হয়েছে, কিন্তু মক্কা মসজিদ ও সমঝোতা বিস্ফোরণের অভিযুক্তরা মুক্তি পাওয়ায় এনআইএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন

• তফসিলি জাতি, জনজাতির নিরাপত্তাকে অগ্রাধিকার, হাতে করে বর্জ্য সাফ বন্ধ করা হবে

• সুপ্রিম কোর্ট তফসিলি জাতি, জনজাতি নির্যাতন প্রতিরোধ আইন লঘু করায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, কেন্দ্রকে আইন ফের শক্ত করে অধ্যাদেশ আনতে হয়। বনবাসীদের উচ্ছেদ নিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা। মোদী জমানায় তফসিলি জাতি, জনজাতি, দলিতদের উপর নির্যাতন বেড়েছে বলে অভিযোগ। হাতে করে বর্জ্য সাফাইয়ের কাজে মৃতের সংখ্যা বেড়েছে

• ফসলের দাম চাষের খরচের দেড় গুণ

• সরকারের দাবি, করে দেওয়া হয়েছে। কৃষক সংগঠনের দাবি, সমস্ত খরচ ধরা হয়নি

• গঙ্গাকে দূষণমুক্ত করে অবিরল ধারা বজায় রাখা

• দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টই বলছে, অধিকাংশ ক্ষেত্রেই দূষণ মাত্রাতিরিক্ত

• কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা ও জীবিকার বন্দোবস্ত করে পৈতৃক ভিটেয় ফেরানো হবে

• কোনও কাজ এগোয়নি

• সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হবে

• সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে

• ২০২২-এর মধ্যে প্রতিটি পরিবারের জন্য সস্তায় আবাসন

• প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০১৮ পর্যন্ত শহরে ১২ লক্ষের বেশি বাড়ি তৈরি হয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামে হয়েছে ৬৬ লক্ষের বেশি বাড়ি

• অভিন্ন দেওয়ানি বিধি-র খসড়া তৈরি হবে

• আইন কমিশন জানিয়েছে, এখনই এর প্রয়োজন নেই। তিন তালাক নিষিদ্ধ করে অধ্যাদেশ এনেছে মোদীর সরকার

• রাজ্যগুলির আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করা, জাতীয় উন্নয়ন পরিষদ, আন্তঃরাজ্য পরিষদ–কে চাঙ্গা করা হবে

• রাজ্যের আর্থিক স্বাধীনতা হয়েছে কি না, বিতর্কের বিষয়। জাতীয় উন্নয়ন পরিষদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের পরিচালন পরিষদ তৈরি

• আলু, পেঁয়াজ, ডালের মতো কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মূল্য নিয়ন্ত্রণ তহবিল

• তৈরি হলেও কার্যকর হয়নি

• ফুড কর্পোরেশনের কাজ ভেঙে তিনটি ভাগ-খাদ্যশস্য কেনা, মজুত ও বণ্টন

• উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ ছাড়া কোনও কাজ হয়নি

• স্কুল-শিক্ষা ঢেলে সাজিয়ে বহুমুখী, চাপ-মুক্ত, আকর্ষণীয় করা হবে

• নতুন শিক্ষা নীতি পাঁচ বছরেও চূড়ান্ত হয়নি

• ইউজিসি-কে পুনর্গঠন করে উচ্চ শিক্ষা কমিশন

• কাজ শেষ হয়নি

• কন্যাসন্তানদের রক্ষা করতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’

• প্রকল্প চালু হয়েছে

• আরবান মিশন—গ্রাম থেকে শহরে কাজের খোঁজে যাওয়া রুখতে কর্মদক্ষতা বাড়ানোর কর্মসূচি

• ২০১৬-তে প্রকল্প চালু হয়েছে, কিন্তু নোট বাতিলের পরে শহরেই কাজ হারিয়ে মানুষ গ্রামে ফিরেছেন

• ১০০টি ‘স্মার্ট সিটি, অত্যাধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো

• প্রকল্প, অর্থ মঞ্জুর হলেও একটি স্মার্ট সিটি তৈরির কাজও শেষ হয়নি

• সব জনবহুল এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রে ওয়াই-ফাই পরিষেবা

• হাতে গোনা কিছু শহরে নির্দিষ্ট কিছু এলাকায় ওয়াই-ফাই পরিষেবা

• অত্যাধুনিক গণ পরিবহণ

• বিশেষ কাজ হয়নি

• সরল কর ব্যবস্থা

• জিএসটি চালু হলেও জটিলতা রয়েছে। চালু হয়নি প্রত্যক্ষ কর বিধি

• উন্নয়নের খরচ কাটছাঁট না করে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখা হবে

• সরকার নিজেই বারবার রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা বদলেছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 BJP Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE