Advertisement
০৪ মে ২০২৪
লোকসভা নির্বাচন ২০১৯

পাঁচ বছরে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন মোদীজি, দুর্ভাগ্যজনক, তোপ রাহুলের

গত পাঁচ বছরে অনেক প্রশ্ন তুলেছি। একটাও উত্তর পাইনি।

সাংবাদিক সম্মেলনে রাহুল। নিজস্ব  চিত্র।

সাংবাদিক সম্মেলনে রাহুল। নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১৭:০০
Share: Save:

সপ্তম তথা শেষ দফার নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

কী বললেন রাহুল

• আমরা নরেন্দ্র মোদীর সমস্ত মিথ্যা প্রকাশ করতে করতে পরিকল্পনা মাফিক পাঁচ বছর ধরে এগিয়েছি। ধীরে ধীরে ওঁর সমস্ত দরজা বন্ধ করতে পেরেছি। ওঁর পালানোর ৯৯ শতাংশ দরজাই আমরা বন্ধ করতে পেরেছি অত্যন্ত সফল ভাবে, যার প্রমাণ পাওয়া গিয়েছে সদ্যসমাপ্ত মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ের বিধানসভা নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনেও সারা দেশে জয় পাবে ধর্মনিরপেক্ষ শক্তিই।

• রিজার্ভ ব্যাঙ্ক, সংবিধান, সুপ্রিম কোর্ট। নরেন্দ্র মোদী, আরএসএস এবং বিজেপির হাত রেখে রক্ষা করার চেষ্টা করেছি দেশের সমস্ত প্রতিষ্ঠানকে। এই সব প্রতিষ্ঠান আমাদের দেশের স্তম্ভ। আমাদের আওয়াজ দিয়েছে এই সব প্রতিষ্ঠান।

• পাঁচ বছর আগে যখন উনি প্রধানমন্ত্রী হিসেবে যখন এসেছিলেন, তখন আমাদের অনেক প্রত্যাশা ছিল। ভেবেছিলান, কর্মসংস্থান, কৃষকদের জন্য অনেক কিছু করবেন। কিন্তু দেশের পরিস্থিতি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন উনি। এখন দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

• মায়াবতী কী করবেন তা বলার দায়িত্ব আমার নয়। উনি কংগ্রেসের কেউ নন। উনি ওঁনার মতো রাজনীতি করেন। তাঁরা কী বলছেন তা নিয়ে আমার কিছু বলার নেই।

• সাধারণ মানুষ কী করবেন, সেই উত্তর আমার দেবার অধিকার নেই। তাঁরা যা ঠিক করবেন, তা ২৩ মে-ই জানা যাবে।

• আমার সঙ্গে বিতর্ক করার সাহস হল না নরেন্দ্র মোদী। এত বার চ্যালেঞ্জ করলাম। নরেন্দ্র মোদীর সমস্ত মিথ্যা বের করেছি। আমরা আমাদের কাজ পাঁচ বছর ধরে করেছি। এবার জনতার হাতে সব কিছু।

• ওঁর বাবা-মা কোনও ভুল করলেও আমি কিছু বলবো না। এটা সৌজন্যের বিষয়। আমার বাবা-মাকে নিয়ে হাজার খারাপ কথা বললেও আমি বলবো না। এটাই শিক্ষা।

• গত পাঁচ বছরে অনেক প্রশ্ন তুলেছি। একটাও উত্তর পাইনি। নোটবন্দি, গব্বর ট্যাক্স, বালাকোট, কোনও উত্তর আসেনি।

• কোনও প্রশ্নের জবাব দেন না নরেন্দ্র মোদী, প্রথম বার অমিত শাহের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দেখে ভাল লাগছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE