Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাবুল নিয়ে কথা নির্মলা-ম্যাটিসের

ম্যাটিসের সঙ্গে বৈঠকের পরে পাকিস্তানের নাম না করেই সীতারামন বলেন, ‘‘আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তার মোকাবিলা নিয়ে ভারত এবং আমেরিকা ঐকমত্য হয়েছে।’’ পাশাপাশি নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে, কাবুলে বৃহত্তর ভূমিকা পালন করার মানে এই নয় যে তালিবানের বিরুদ্ধে যুদ্ধে সে দেশে সেনা পাঠানো হবে।

ট্রাম্প জমানা শুরু হওয়ার পর এই প্রথম কোনও শীর্ষ মার্কিন কর্তা ভারত সফরে। সোমবার সাউথ ব্লকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব। ছবি: পিটিআই।

ট্রাম্প জমানা শুরু হওয়ার পর এই প্রথম কোনও শীর্ষ মার্কিন কর্তা ভারত সফরে। সোমবার সাউথ ব্লকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩০
Share: Save:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া আফ-পাক নীতি ঘোষণা করার ঠিক পরেই প্রতিরক্ষা সমঝোতা বাড়ানো নিয়ে আলোচনায় বসল নয়াদিল্লি-ওয়াশিংটন। বৈঠক শেষে রাজধানীতে স্পষ্টতই স্বস্তির হাওয়া। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আলোচনায় অগ্রাধিকার পেয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান পরিস্থিতি। কাবুলের পুনর্গঠন এবং তালিবান-বিরোধী অভিযানে ভারতকে আরও বড় ভূমিকায় দেখতে চায় আমেরিকা। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে সে কথা জানিয়েওছেন মার্কিন প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস। বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে ম্যাটিস সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

ম্যাটিসের সঙ্গে বৈঠকের পরে পাকিস্তানের নাম না করেই সীতারামন বলেন, ‘‘আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তার মোকাবিলা নিয়ে ভারত এবং আমেরিকা ঐকমত্য হয়েছে।’’ পাশাপাশি নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে, কাবুলে বৃহত্তর ভূমিকা পালন করার মানে এই নয় যে তালিবানের বিরুদ্ধে যুদ্ধে সে দেশে সেনা পাঠানো হবে।

রাজনৈতিক শিবিরের মতে, বিষয়টি নিয়ে যাতে দেশের অন্দরে কোনও বিতর্ক না তৈরি হয়, সে বিষয়ে সচেতন থাকতে চাইছে মোদী সরকার। তাই বাজপেয়ী আমলের অবস্থানকেই আবারও তুলে ধরা হয়েছে। সদ্য রাষ্ট্রপুঞ্জের বিতর্কসভায় ভারত এবং পাকিস্তান দ্বৈরথে জড়িয়েছে। পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদকে চাপে ফেলছে ভারত। জবাবে কাশ্মীর নিয়ে বলতে গিয়ে পাক প্রতিনিধির দেখানো ভুয়ো ছবি বিড়ম্বনা বাড়িয়েছে ইসলামাবাদের। গোটা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোড়নও হয়েছে যথেষ্ট। এই পরিস্থিতিতে বিরাট ঢাক পিটিয়ে কাবুল নিয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতার বিষয়টিকে প্রকাশ্যে আনতে চাইছে না সাউথ ব্লক। পাশাপাশি সে দেশে সেনা পাঠানো নিয়ে যাতে কোনও ভুল ধারণা না তৈরি হয়, সেটিও স্পষ্ট করে দিতে চেয়েছে নয়াদিল্লি। আফগানিস্তানের উন্নয়ন এবং চিকিৎসাক্ষেত্রে সহযোগিতা অনেকটাই বাড়ানো হবে বলে আজ ঘোষণা করেছেন নির্মলা।

ম্যাটিসও এ দিন ভারতের সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘‘সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। জঙ্গিদের যাতে নিরাপদ স্বর্গোদ্যান তৈরি করে দেওয়া না-হয়, সেটিও নিশ্চিত করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE