Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Independence Day 2020

আত্মনির্ভরতার গতি রুদ্ধ করতে পারবে না করোনা, বললেন মোদী

করোনা কালে অনলাইন ক্লাস নতুন সংস্কৃতি। জাতীয় শিক্ষানীতিতে নতুন সূচনা, বার্তা মোদির

দেশ এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গে বার্তা মোদীর। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ০৭:২৫
Share: Save:

করোনা আবহে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। লাল কেল্লা থেকে সপ্তম বারের জন্য জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দুনিয়ার সঙ্গে ভারতও এই মুহূর্তে করোনার মতো ভয়াল অতিমারির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তাই এই সময়ে প্রধানমন্ত্রী কী বার্তা দিলেন সে দিকে তাকিয়ে ছিল গোটা দেশ।

করোনার সময়েই দেশকে আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯-এর স্বাধীনতা দিবসে আগামী ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি টাকা করার বার্তাও দিয়েছিলেন তিনি। কিন্তু করোনার প্রকোপে ধাক্কা খেয়েছে দেশের আর্থিক বৃদ্ধি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কোন দিশা দেখান সে দিকে তাকিয়ে গোটা দেশ। সেই প্রেক্ষিতে করোনার বিরুদ্ধে ভারত কতটা লড়াই করছে সে কথাও তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের মতো এই অতিমারির প্রতিষেধক তৈরির লড়াই চালাচ্ছে ভারতও, এ কথাও জানালেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন ৪ হাজার অতিথি। তবে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য বিধি কড়া ভাবেই মানা হচ্ছে এ দিনের অনুষ্ঠানে।

নরেন্দ্র মোদী এদিন বলেন-

• করোনা এমন কিছু বড় বিপত্তি নয় যা আত্মনির্ভর হওয়ার পথে বাধা হবে

• এনসিসির এক লক্ষ ক্যাডেট নিয়োগ হবে

• আন্দামানে চালু সুপারফাস্ট যান

• তেজস যুদ্ধবিমানকে শক্তিশালী করা হচ্ছে

• সামরিক সরঞ্জামে আত্মনির্ভর হয়েছে ভারত

• সবাইকে তার ভাষায় উত্তর দেওযা হয়েছে

• ভারতের হাতে থাকা ১৩০০ দ্বীপে হবে বিশেষ উন্নয়ন

• প্রতিরক্ষা প্রশিক্ষণে এক তৃতীয়াংশ স্থান তরুণীদের

• লাদাখের জওয়ানদের লাল কেল্লা থেকে প্রণাম জানাই

• তরুণ প্রজন্মকে প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে

• ভারতের প্রতিরক্ষা হবে আরও উন্নত, সীমান্ত ও উপকূলে আরও কড়া প্রহরা

• সবচেয়ে কম দামে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পথও চূড়ান্ত

• ভারত কী পারে তা লাদাখে দেখেছে বিশ্ব

• এলওসি থেকে এলএসি ভারতের দিকে যে চোখ তুলেছে, সেই জবাব পেয়েছে

• লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল

• ভারত কী করতে পারে লাদাখই তার প্রমাণ

• শত্রুপক্ষকে কড়া জবাব দিতে পারে ভারত

• স্বাস্থ্য পরিষেবায় উন্নত প্রযুক্তির ব্যবহার

• করোনা ভ্যাকসিনে আত্মনির্ভরতার পথে ভারত

• তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে

• সবুজ সঙ্কেত পাওয়ামাত্রই গণ উত্পাদনে প্রস্তুত ভারত

• কোন চিকিৎসককে দেখিয়েছেন সব থাকবে আইডিতে

• এক পরিচয়পত্রে রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য

• প্রত্যেক ভারতীয়ের কাছে থাকবে স্বাস্থ্য সম্পর্কিত কার্ড

• তিনটি ভ্যাকসিনের পরীক্ষা আছে আলাদা স্তরে

• সবচেয়ে কম দামো কীভাবে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে তা চূড়ান্ত

• জাতীয় ডিজিটাল হেলথ মিশন শুরু আজই

• প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য কার্ডের ঘোষণা

• করোনা কালে অনলাইন ক্লাস নতুন সংস্কৃতি

• ভারতের তৈরি পণ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে

• ১ বছরে ২ কোটি মানুষের কাছে জল ও জীবন মিশন পৌঁছেছে

• সমুদ্র তীরবর্তী এলাকায় চার লেনের হাইওয়ে তৈরি হবে

• ১৮ শতাংশ বিদেশি বিনিয়োগ বেড়েছে

• দেশের নাগরিকের প্রতিভা নিয়ে আমি গর্বিত

• নিজের পায়ে ভারতের দাঁড়ানো স্বাভাবিক অনিবার্য ঘটনা

• কৃষি পরিকাঠামো উন্নয়নে এক লক্ষ কোটি বরাদ্দ

• গত বছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে রেকর্ড গড়েছে ভারত

• আত্মনির্ভর কৃষি ও আত্মনির্ভর কৃষকই দেশের আসল সত্যি

• সুসংহত পরিকাঠামো উন্নয়নের পথে হাঁটবে ভারত

• এক দেশ এক কর পথ দেখিয়েছে

• দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে

• দেশে পরিকাঠামোর জন্য নতুন পরিকল্পনা

• অটলবিহারী বাজপেয়ী পথ দেখিয়েছিলেন

• বর্ণ চতুর্ভুজের পর উন্নত করতে হবে পরিকাঠামো

• মেড ফর ওয়ার্ল্ডের পথে ভারত

• মাল্টিমোডাল সংযোগ জরুরি

• স্থানীয় উৎপাদনের গৌরব প্রচার করতে হবে

• আগামী ২ বছর খুব গুরুত্বপূর্ণ

• গরিবদের জন্য জনধন অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আসবে , কেউ ভেবেছিলেন

• করোনাকে হারাতে হবে

• দেশ এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গে

• বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে এই সময়ে

• আজ নতুন সংকল্প, নতুন প্রেরণা অর্জনের দিন

• ব্যাঙ্কিং সংযুক্তিতে প্রভূত উন্নতি হয়েছে

• রাষ্ট্রীয় শিক্ষানীতিতে বদল ঘটেছে, সারা পৃথিবী দেখছে

• এত বছর পর অত্যাবশ্যকীয় পণ্য আইন উঠে গেছে

• পরাধীনতার সময় ভারতের আত্মা আহত হয়েছিল

• আমাদের দেশ কীভাবে আরও এগিয়ে যাবে, এটাই ভাবতে হবে

• স্থানীয় জিনিসকে বিশ্বের দরবারে নিতে হবে

• কাঁচামাল ও কৃষির দাম বহির্বিশ্বে বাড়াতে হবে

• ভোকাল ফর লোকালের বার্তা

• যে দেশে পিপিই, ভেন্টিলেটর, এন-৯৫ মাস্ক তৈরি হত না, এখন সেটা হচ্ছে

• করোনার সময়েও আমরা আত্মনির্ভর

• নিজের পায়ে দাঁড়াতে দরকার আত্মবিশ্বাস

• ভারতের স্বাধীনতা আন্দোলন দুনিয়ার কাছে প্রেরণা

• সৃজনশীলতা ও কৌশল বাড়াতে হবে, বাড়াতে হবে দক্ষতা

• আত্মনির্ভরতার স্বপ্নপূরণ হবেই

• দেশবাসীর কাছে আত্মনির্ভরতা মন্ত্র হয়ে দাঁড়িয়েছে

• ভারতের কৃষকরা যে আত্মনির্ভর তা প্রমাণ হয়ে গিয়েছে

• নিজের পায়ে ভারতের দাঁড়ানোই স্বাভাবিক, কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারত

• মহিলা ও যুবপ্রজন্মের যে শক্তি তা অত্যন্ত জরুরি

• অনেক পরিবার তাদের স্বজনকে হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা

• ১৩০ কোটির দেশবাসীর সংকল্প আত্মনির্ভর হওয়া

• করোনার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হতে হবে, সবাই মিলে করোনাকে হারাব

• আজ নতুন সংকল্প নেওয়ার দিন

• স্বাধীনতা রক্ষায় বহু মানুষ প্রাণ দিয়েছেন, এই অবদান ভোলার নয়

• ভারতের বিভিন্ন এলাকায় ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়

• পরিবর্তিত পরিস্থিতিতে করোনা সবাইকে আটকাচ্ছে

• অনেকে করোনা সংকটে প্রভাবিত হয়েছেন

• অন্য বারের মতো এ বার ছোট বাচ্চাদের সামনে দেখতে পাচ্ছি না

• কোভিড যোদ্ধাদের প্রণাম জানাই

• স্বাধীন ভারতে আজ আমরা শ্বাস নিচ্ছি

• সমস্ত দেশবাসীকে শুভ কামনা ও অভিনন্দন

দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকে প্রণাম স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের প্রণাম জানাই

আরও পড়ুন: ৫৭ হাজার কোটি লভ্যাংশ কেন্দ্রকে দিচ্ছে আরবিআই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE