Advertisement
০৮ মে ২০২৪

জঙ্গি সন্দেহে ধৃত রাজ্যের যুবক

পুলিশ জানিয়েছে, আজ বিকেলে ত্রিপুরা পুলিশ এবং গোয়েন্দাদের একটি দল আগরতলার অরুন্ধতী নগরের থেকে নাজিরকে গ্রেফতার করে।

বুদ্ধগয়ার ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী কওসরের সহযোগী হিসেবে কাজ করত নাজির শেখ।

বুদ্ধগয়ার ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী কওসরের সহযোগী হিসেবে কাজ করত নাজির শেখ।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৩:৩৫
Share: Save:

জেএমবি জঙ্গি সন্দেহে ত্রিপুরা পুলিশ আগরতলা থেকে নাজির শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে। বছর পঁচিশের নাজিরের বাড়ি মুর্শিদাবাদে। সে আগরতলায় নির্মাণ কর্মী হিসেবে কাজ করত। ত্রিপুরার ডিজি এ কে শুক্ল বলেন, ২০১৩ সালের বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে নাজির জড়িত। বুদ্ধগয়ার ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী কওসরের সহযোগী হিসেবে সে কাজ করত বলে ডিজি জানান।

পুলিশ জানিয়েছে, আজ বিকেলে ত্রিপুরা পুলিশ এবং গোয়েন্দাদের একটি দল আগরতলার অরুন্ধতী নগরের থেকে নাজিরকে গ্রেফতার করে। সেখানে একটি নির্মাণ প্রকল্পে সে কাজ করত। পুলিশ সূত্রের বক্তব্য, কিছু দিন আগে তাকে ধরতে কলকাতা পুলিসের একটি দল আগরতলায় এলেও খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের।

পুলিশের সন্দেহ, ত্রিপুরায় জেএমবি স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল নাজির। ডিজির দাবি, নাজির আইইডি বিস্ফোরক তৈরিতে পারদর্শী। পুলিশ নাজিরকে জেরা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JMB Terrorist Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE