Advertisement
১১ মে ২০২৪

বছরে আয় চার লাখ টাকা! করফাঁকি দিলে কিন্তু বিপদ

রাজস্ব বাড়াতে এ বার আয়কর আদায়ে জোর দিল সরকার। এত দিন বছরে চার লাখ টাকা রোজগার করেও অনেকেই করফাঁকি দিতেন। কিন্তু, আয়কর দফতরের নয়া বিধিতে এ বার আটকাচ্ছেন তাঁরাও। বছরে চার লাখ টাকা আয় হলেই দিতে হবে আয়কর। রবিবার এমনটাই জানিয়েছে আয়কর দফতরের অধীনস্থ সংস্থা সিবিডিটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৮
Share: Save:

রাজস্ব বাড়াতে এ বার আয়কর আদায়ে জোর দিল সরকার। এত দিন বছরে চার লাখ টাকা রোজগার করেও অনেকেই করফাঁকি দিতেন। কিন্তু, আয়কর দফতরের নয়া বিধিতে এ বার আটকাচ্ছেন তাঁরাও। বছরে চার লাখ টাকা আয় হলেই দিতে হবে আয়কর। রবিবার এমনটাই জানিয়েছে আয়কর দফতরের অধীনস্থ সংস্থা সিবিডিটি।

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

চলতি আর্থিক বছরে বাড়তি এক কোটি টাকা রাজস্ব সংগ্রহের জন্য এক নয়া অভিযান শুরু করেছে সিবিডিটি। আর সে জন্য দেশের ছোট ছোট শহরে ছড়িয়ে থাকা স্বল্প আয়কারীদের ‘নিশানা’ করেছে সংস্থা। সিবিডিটি-র চেয়ারপার্সন অনিতা কপূর বলেন, “আমরা চাই করযোগ্য আয়ের মানুষেরা কর দিতে শুরু করুক। কারণ, ওই সমস্ত শহরের একটি বড়সড় অংশ যদি সামান্য পরিমাণেও কর দিতে শুরু করে, তবে বেশ কয়েক কোটির রাজস্ব আদায় হবে।” ফলে চার লাখ টাকা রোজগার করেও যাঁরা করফাঁকি দিচ্ছেন তাঁদের থেকে কর আদায় করা হবে।

অনিতাদেবী জানিয়েছেন, সম্প্রতি করদাতাদের মধ্যে একটি সমীক্ষা করেছে সংস্থা। সমীক্ষায় দেখা গিয়েছে, ‘টায়ায়-২’ বা ‘টায়ার-৩’ শহরে বছরে চার লাখ টাকা আয়কারী একাংশের নাগরিকেরাই করফাঁকি দিচ্ছেন। ওই সমস্ত শহরে এ ধরনের ১৮ থেকে ২০ শতাংশ করদাতা রয়েছে বলে জানা গিয়েছে। অনেকে আবার নিজেদের আয় কমিয়েও দেখাচ্ছেন বলে সমীক্ষায় প্রকাশ।

কর আদায়ে কী প্রক্রিয়া নেওয়া হবে? সিবিডিটি জানিয়েছে, বাড়ি বাড়ি হানা না দিয়ে কর আদায়ে প্রযুক্তির সাহায্য নেবেন আয়কর দফতরের ইন্সপেক্টরেরা। সিবিডিটি-র চেয়ারপার্সনের মতে, “যাঁরা কর ফাঁকি দিচ্ছেন তাঁরা আসলে করদাতাদেরই বোঝা বাড়াচ্ছেন।” সে কারণেই এই নয়া উদ্যোগ বলে দাবি সিবিডিটি-র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tax pay lakh income tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE