Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বেদের দোহাই দিয়ে দাদরি হত্যায় সমর্থন আরএসএস মুখপত্রে

আর কোনও রাখঢাক রইল না। দাদরির ঘটনাকে সরাসরি সমর্থন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সংগঠনের সর্বভারতীয় মুখপত্রে আরএসএসের দাবি, গো-হত্যাকারীদের মেরে ফেলারই নির্দেশ রয়েছে বেদে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১২:৫২
Share: Save:

আর কোনও রাখঢাক রইল না। দাদরির ঘটনাকে সরাসরি সমর্থন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সংগঠনের সর্বভারতীয় মুখপত্রে আরএসএসের দাবি, গো-হত্যাকারীদের মেরে ফেলারই নির্দেশ রয়েছে বেদে।

আরএসএস মুখপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে গো-হত্যাকারীদের ‘পাপী’ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, ‘‘বেদের আদেশ, যারা গো-হত্যা করবে, তাদের প্রাণ নিয়ে নাও।’’ প্রতিবেদক বিনয়কৃষ্ণ চতুর্বেদী ‘তুফাইল’ ছদ্মনামে প্রতিবেদনটি লিখেছেন। প্রতিবেদনে তাঁর বক্তব্য, গো-হত্যা হিন্দুদের সম্মানে আঘাত দেয়।

আরএসএস মুখপত্রে আরও লেখা হয়েছে যে, মাদ্রাসাগুলি এবং মুসলিম ধর্মীয় নেতারা ভারতীয় মুসলমিদের শেখান ভারতীয় পরম্পরাকে ঘৃণা করতে। সেই শিক্ষার কু-প্রভাবেই সম্ভবত আকলাখ গো-হত্যা করেন, মন্তব্য প্রতিবেদকের। দেশে সামাজিক সম্প্রীতির স্বার্থে পরস্পরের বিশ্বাসকে সম্মান করতে হবে, বলছে সঙ্ঘ।

সবিস্তার পড়তে ক্লিক করুন।

গো-মন্তব্যে বিরক্ত মোদী, সামলাতে বললেন অমিতকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE