Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জরিমানা পশ্চিমবঙ্গের

দিল্লির তিনটি জায়গায় ময়লার পাহাড় দূর করার দায় কে নেবে, মুখ্যমন্ত্রী নাকি উপরাজ্যপাল— তা বুধবারের মধ্যে জানাতে বলেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট- ফাইল চিত্র।

সুপ্রিম কোর্ট- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০২:০৯
Share: Save:

মুম্বই জলের নীচে, দিল্লিতে আবর্জনার স্তূপ। তবুও সরকার নিষ্ক্রিয়! মঙ্গলবার এই ভাষায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে মঙ্গলবার ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাদের নির্দেশ মেনে হলফনামা জমা না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলকে এক লক্ষ টাকা করে জরিমানাও করেছে শীর্ষ আদালত। বিচারপতি এম বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে বলে, ‘‘সরকার পদক্ষেপ করছে না। অথচ আদালত কিছু বলতে গেলে আগ্রাসনের অভিযোগ এনে বিচারব্যবস্থাকে নিশানা করা হয়।ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে বিচারব্যবস্থাকে জ্ঞানদান করা হয়।’’ দিল্লির তিনটি জায়গায় ময়লার পাহাড় দূর করার দায় কে নেবে, মুখ্যমন্ত্রী নাকি উপরাজ্যপাল— তা বুধবারের মধ্যে জানাতে বলেছে শীর্ষ আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

supreme court west bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE