Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শিয়ালদহ-খুলনা যাত্রিবাহী ট্রেন চালু করার প্রস্তুতি

সব কিছু ঠিকঠাক চললে ৮ এপ্রিল থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের শুরু হতে চলেছে যাত্রিবাহী ট্রেন চলাচল। ট্রেনটি চলবে শিয়ালহ থেকে খুলনা পর্যন্ত।

সাজ: নবরূপে পেট্রাপোল স্টেশন। —ফাইল চিত্র।

সাজ: নবরূপে পেট্রাপোল স্টেশন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পেট্রাপোল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০২:৩৯
Share: Save:

সব কিছু ঠিকঠাক চললে ৮ এপ্রিল থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের শুরু হতে চলেছে যাত্রিবাহী ট্রেন চলাচল। ট্রেনটি চলবে শিয়ালহ থেকে খুলনা পর্যন্ত।

শুক্রবার বিকেলে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এসএন অগ্রবাল, পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম বাসুদেব পন্ডা-সহ সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল পেট্রাপোল স্টেশন পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন আরপিএফ ও জিআরপির কর্তারাও। তাঁরা প্রায় এক ঘণ্টা ধরে পেট্রাপোল স্টেশনের পরিকাঠামো খুঁটিয়ে দেখেন। অগ্রবাল পরে বলেন, ‘‘প্রস্তাব অনুযায়ী, ৮ এপ্রিল বাংলাদেশের দিক থেকে প্রথম ট্রেন আসার কথা।’’

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালহদহ থেকে খুলনা পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার পথে ট্রেন চলার কথা। ট্রেনের নাম, সপ্তাহে কত দিন চলবে, সময় কত লাগবে, পাসপোর্ট-ভিসা পরীক্ষা কত দ্রুত করা যাবে— এ সব খুঁটিনাটি বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি বলে রেল সূত্রে খবর।

শুক্রবার পেট্রাপোলে গিয়ে দেখা গেল, স্টেশন চত্বর ঝাঁ চকচকে করে তোলা হয়েছে। নতুন করে রঙের পোঁচ পড়েছে। বাগান তৈরি হয়েছে। তৈরি হয়েছে যাত্রীদের বিশ্রামাগার। পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থাও আছে জিআরপি, আরপিএফ অফিস হয়েছে। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও।

পেট্রাপোল স্টেশন দিয়ে বর্তমানে দু’দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন যাতায়াত করে। কয়েক বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ট্রেনের সূচনা করেছিলেন। ফলে পরিকাঠামো কিছুটা তৈরিই ছিল। আগে থেকেই আছে শুল্ক ও অভিবাসন দফতরের অফিস।

অতীতে বহু বছর আগে ওই শাখায় যাত্রিবাহী ট্রেন যাতায়াত করত। রেল লাইন পাতাই ছিল। এই রেলপথ নিয়ে বহু মানুষের আবেগও জড়িয়ে। রেলকর্তারা পরিদর্শনে আসছেন, ফের যাত্রিবাহী ট্রেন চলবে এই পথে জেনে এ দিন অনেক মানুষ ভিড় করেছিলেন স্টেশন চত্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sealdah-Khulna Passenger Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE